কুণালকে ‘ত্যাজ্যপুত্র” বলায় শুভেন্দুর বিরুদ্ধে মামলা! বিরোধী দলনেতাকে স্বস্তি দিল হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) মানহানির মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। সেই মামলায় স্বস্তি পেলেন শুভেন্দু। শনিবার নিম্ন আদালতে হাজিরা দিতে হচ্ছে না নন্দিগ্রামের সাংসদকে। নিম্ন আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

বিচারপতির ঘোষ এদিন প্রশ্ন করেন, ‘তিনি রাজ্যের বিরোধী দলনেতা। তার বিরুদ্ধে যদি একশোটি মামলা দায়ের হয়, তাহলে কি তাকে ১০০ টি আদালতে হাজিরা দিতে হবে ?” আগামী ১৭ তারিখ এই মামলার পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য্য করেছে হাইকোর্ট। সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষকে ‘ত্যাজ্যপুত্র’ বলে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এরপরই মানহানীর মামলা করেন কুণাল ঘোষ। সেই মামলাতেই শনিবার সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এবার সেই মামলায় আপাতত স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী।

শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ দেন, আপাতত কুণালের দায়ের করা মানহানি মামলায় শুভেন্দুকে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না। বদলে তাঁর আইনজীবী আদালতে উপস্থিত থাকলেই হবে। হাইকোর্টের নির্দেশের পর কুণাল ঘোষের আইনজীবী অয়ন ভট্টাচার্যের দাবি, ‘বিরোধী দলনেতা নিম্ন আদালতের শুনানির উপর স্থগিতাদেশ চেয়েছিলেন। হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে। রায়ে বলা হয়েছে যে, উচ্চ আদালতে মামলাটি যত দিন বিচারাধীন থাকবে তত দিন শুভেন্দুকে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না।’ আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর