কার্নিভালের জন্য আন্দোলনকারীদের জোর করে তুলে দিয়েছে পুলিশ! ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) থেকে শুরু করে প্রাথমিক টেট (Primary Tet) এবং গ্রুপ ডি (Group D) সংক্রান্ত দুর্নীতি মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একদিকে যখন বঞ্চিত চাকরিপ্রার্থীরা রাস্তায় অবস্থান বিক্ষোভ করে চলেছে, আবার অপরদিকে আজ দুর্গাপুজোর (Durga Puja) বিসর্জন উপলক্ষ্যে রেড রোডে (Red Road) ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে চলেছে কার্নিভাল (Carnival) আর এবার এই অনুষ্ঠানকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে ছবিসহ একটি ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময় বাংলায় একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কোণঠাসা শাসক দল। স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে গ্রুপ ডি এবং প্রাথমিক টেটের মতো পরীক্ষায় দুর্নীতির অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করে চলেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। তবে এর মাঝে এদিন রেড রোডে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে চলেছে দুর্গাপুজো কার্নিভাল।

কার্নিভাল উপলক্ষ্যে মোট ৯৫ টি দুর্গা প্রতিমা অগ্রসর হয়ে চলেছে, যেখানে উপস্থিত রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অপরদিকে এই কার্নিভালকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি। সেই সূত্র বজায় রেখে ছবিসহ একটি ভিডিও পোস্ট করে রাজ্য প্রশাসন এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।

এদিন ছবিসহ একটি ভিডিও শেয়ার করে শুভেন্দু লেখেন, “ডিসি (south) আকাশ মাঘারিয়ার নির্দেশে মমতার পুলিশ বাহিনী বঞ্চিত গ্রুপ ডি অবস্থান বিক্ষোভকারীদের বলপূর্বক প্রতিবাদ কর্মসূচি থেকে স্থানান্তরিত করেছে। মাতঙ্গিনী হাজরা মূর্তি এলাকা থেকে তাদেরকে হাওড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়। এমনকি ঘটনার বেশ কয়েকটি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়।”

পরবর্তীতে একটি ছবি শেয়ার করে বিরোধী দলনেতা লেখেন, “বিক্ষোভকারীদের বলপূর্বক স্থানান্তরিত করা হয়ে চলেছে, যাতে কর প্রদানকারীদের টাকায় রাজ্য সরকারের কার্নিভাল কোনরকম বাধা-বিপত্তি ছাড়া আয়োজন করা যায়। এহেন কর্মকাণ্ডের কড়া নিন্দা জানাই।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর