তৃণমূলের ২৫ শতাংশই চোর আর বাকি ৭৫ শতাংশ ডাকাত! তুমুল কটাক্ষ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) গ্রেফতার হওয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নেমেছে বিজেপি। জেলায় জেলায় চলছে বিজেপির ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচি। সেখানে বিজেপি (BJP) নেতাদের মুখে শোনা যাচ্ছে তৃণমূলের (TMC) সবাই চোর। কিন্তু, তা মানতে একেবারেই রাজী নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এনিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে ভিন্ন মত পোষণ করলেন শুভেন্দু।

অবশ্য তৃণমূলের দুই বড় নেতা গ্রেফতার হওয়ার পরেই একের পর এক বোমা ফাটান শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূলকে লাগাতার আক্রমণ করে চলেছেন। দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজ-সহ একাধিক অনিয়ম নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন। তবে তৃণমূলের সবাই চোর এই তত্ত্ব মানতে রাজি নন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘তৃণমূলের ২৫ শতাংশ চোর আর বাকি ৭৫ শতাংশ ডাকাত।’ উল্লেখ্য, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘পার্থ যা করেছে তা নিয়ে আমি লজ্জিত।

 আমি এই পার্থকে জানতাম না। তবে তৃণমূলের সবাই চোর নয়।’ এই নিয়ে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক কথাই বলছেন। ওদের সবাই চোর নয়। তৃণমূল কংগ্রেসের ২৫ ভাগ নেতা চোর বাকি সবাই ডাকাত। মানরেগা থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সব ডাকাতি করছে তারা।’

এরই সঙ্গে বিচারককে হুমকি চিঠি নিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গে একজন বিচারক সেও সুরক্ষিত নয়। হাইকোর্টের রেজিস্টারের কাছে নিরাপত্তা চেয়েছেন। সংবাদ মাধ্যমকেও ১৪ আগস্ট হুমকি দেওয়া হয়েছে। আমরা ও চটি চটা বলি কিন্তু হুমকি দিই না এমন ভাবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর