‘ভাইপোর সঙ্গে পিসিকেও যেতে হবে’, সারদা কাণ্ডে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ সারদা মামলা (Saradha Case) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি বিক্রি ইস্যু নিয়ে ফের একবার হুঁশিয়ারি দিয়ে বসলেন বিজেপি (Bharatiya Janata Party) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করায় অখিল গিরির পদত্যাগের দাবিতে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে এদিন শুভেন্দুর হুঁশিয়ারি, “ভাইপোর সঙ্গে পিসিকেও যেতে হবে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি।

উল্লেখ্য, সম্প্রতি সারদা কাণ্ড নিয়ে শুভেন্দু বলেন, “অপার সিন্ডিকেট ধরা পরার পর পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে রয়েছেন। কেষ্ট তিহাড় জেলের পথে। সবে সকাল। ইডি আরো সক্রিয় হয়ে চলেছে, এমন খবর সামনে আসছে। ছবি বিক্রিটাও ইডি সামনে আসবে।”

সেই ধারা বজায় রেখে এদিন শুভেন্দু বলেন, “সবে সকাল। ছবি কেনাটা আসছে। সুদীপ্ত সেন, গৌতম কুন্ডু, সঞ্জয় বুধিয়া কার ছবি কিনেছিলেন? লিওনার্দো দ্য ভিঞ্চির? আসলে সবাই ভেবেছিল সারদা কাণ্ড পুরনো হয়েছে। তবে অপেক্ষা ধরতে হবে। ভাতিজা নয়, বুয়াকেও যেতে হবে।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যকে সত্যি প্রমাণ করেছে ইডির তৎপরতা।

সম্প্রতি সারদাকাণ্ডে ফের একবার তৎপর হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক্ষেত্রে এই মামলায় অভিযুক্ত রজত মজুমদারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে তদন্তকারী অফিসাররা। ফলে সব মিলিয়ে জল্পনা তুঙ্গে, তবে কি ফের একবার সারদা মামলা মাথাচাড়া দিতে চলেছে?

jpg 20221121 193555 0000

প্রসঙ্গত, অতীতে সারদা কাণ্ডের তদন্ত চলাকালীন মূল অভিযুক্ত সুদীপ্ত সেন দাবি করেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি ১ কোটি ৮৬ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন। এছাড়াও একাধিক সময় মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয় আর এর মাঝেই শুভেন্দুর নয়া দাবি ঘিরে তোলপাড় পড়ে গেল বঙ্গ রাজনীতিতে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর