‘এমন উন্মাদ কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, কচুরিপানার ব্যবসা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ ‘কাশফুল, কচুরিপানা, চক পাতা, ঠোঙ্গা বানিয়ে কোটিপতি! এমন উন্মাদ কোথাও খুঁজে পাওয়া যাবে না’, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ঠিক এই ভাষাতেই আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের ‘দুর্নীতি’ প্রসঙ্গেও কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে।

উল্লেখ্য, গতকাল খড়্গপুরে ‘উৎকর্ষ বাংলা’-র অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের চাকরির শংসাপত্র প্রদান করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, “গ্রামে গ্রামে বর্তমানে অনেক জিনিস হতে পারে, যা প্রসঙ্গে আমাদের সেরকম ধারণা নেই। গ্রামে আমার মামার বাড়ি। ছোটবেলায় যখন যেতাম, তখন দেখতাম কিভাবে পাকের মধ্যে কচুরিপাতা দিয়ে তৈরি করা হয় মাদুর। আবার এগুলি শুকিয়ে ব্যাগ থেকে শুরু করে খাবারের থালা পর্যন্ত তৈরি হয়। ভাবতে পারেন? কচুরিপানা দিয়ে এমন অনেক কাজ হতে পারে, যা আমাদের কল্পনাতীত।”

একইসঙ্গে বঙ্গবাসীর উদ্দেশ্যে কর্মসংস্থানের নয়া দিশা দেখিয়ে মমতা বলেন, “পুজোর সময় ১ হাজার টাকা সঙ্গে নিয়ে কেটলি এবং মাটির ভাড় নিন। এরপর বিস্কুট থেকে ঘুগনি, তেলেভাজা রাখুন। সঙ্গে বাদাম এবং ছোলা ভাজা। পুজোয় এত বিক্রি হবে, কল্পনা করতে পারবেন না।”

এদিন মুখ্যমন্ত্রীর এ সকল বক্তব্যকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী একটি ফেসবুক পোস্ট করেন; যেখানে তিনি লেখেন, “কাশফুল, কচুরিপানা, চপ, পাতা, ঠোঙা বানিয়ে কোটিপতি। এমন উন্মাদ কোথাও খুঁজে পাবে নাকো তুমি। এমন অযোগ্যের পাল্লায় পড়ে পিছিয়ে গেলো আমার জন্মভূমি। তোলামূলীদের বলবো পুজোয় আনন্দ করুন, মালকিনের কথা শুনে আবার ঠাকুর দেখতে যাওয়ার সময় ঝালমুড়ির টিন হাতে নিয়ে বেরোবেন না যেনো; ওটা বরং তোলা থাক দলটা উঠে গেলে যখন অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে, তখন না হয় চেষ্টা করে দেখবেন।”

Mamata Banerjee Suvendu Adhikari

উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “বর্তমানে রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। ওদের হাতে কোনো রকম দিশা কিংবা লক্ষ্য কিছুই নেই। সেই কারণে সকলকে ঢপ দিয়ে চলেছে। দিল্লিতে যেমন কেজরিওয়াল মুখ থুবড়ে পড়েছেন, ঠিক তেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই পরিস্থিতি হয়েছে। আপনারাই বলুন, কিসের চাকরি আর কিসের ট্রেনিং? কোম্পানিগুলিকে বর্তমানে সরকার ভয় দেখিয়ে চলেছে। এইভাবে বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর