‘ভাই ছিলাম, পাস্ট টেন্স! প্রণাম করেছি প্রমাণ করুন’, বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ সৌজন্যমূলক রাজনীতির ২৪ ঘন্টা যেতে না যেতেই ফের একবার বিরোধী দলনেতার ভূমিকায় অবতীর্ণ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে একের পর এক ইস্যুতে আক্রমণ করার পাশাপাশি তাঁর দাবি, “স্নেহের ভাই পাস্ট টেন্স। আগে ছিলাম, এখন নেই। আমি যে প্রণাম করেছি, সেটা আগে প্রমাণ করুন।”

উল্লেখ্য, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তাঁর কক্ষে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। সূত্রের খবর অনুযায়ী, পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করার পাশাপাশি একাধিক কথোপকথন হয় তাদের মধ্যে। যদিও পরবর্তীতে এই সাক্ষাৎকে ‘সৌজন্যমূলক’ বলে দাবি করেন দুই পক্ষই।

এর মাঝে এদিন ঠাকুরনগরের পৌঁছে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাতে থাকেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছি। বিরোধিতা কি করে করতে হয়, সবটা জানি। দুদিন আগেই উনি বলেছিলেন যে, বিরোধী দলনেতা চিঠি পাঠিয়ে টাকা আটকানোর চেষ্টা করে চলেছে। তার নাম মুখে নিতে ওনার নাকি ঘৃণা হয়। কাল নিজের ফেলা থুতু চেটে বলছেন, স্নেহের ভাই। ওটা পাস্ট টেন্স। এখন আর নেই।”

এমনকি পরবর্তীতে মুখ্যমন্ত্রীকে প্রণাম করা প্রসঙ্গে শুভেন্দু বলেন, “সংবাদমাধ্যমে এসব রটছে। আমি যে ওনাকে প্রণাম করেছি, সেটা আগে প্রমাণ করে দেখান। তারপর এর উত্তর দেব।”

প্রসঙ্গত, এদিন মতুয়া সম্প্রদায়ের মানুষের মাঝে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধিতার নাম করে উস্কানি এবং হেনস্থা করা হয়ে চলেছে। তবে আমাদের রাজ্যে সিএএ কার্যকর হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি ক্ষমতা থাকে, তাহলে আটকে দেখান।”

jpg 20221126 171743 0000

শুভেন্দু আরো বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেদাভেদ করেন না। caa কখনোই কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। সবাইকে সমান নাগরিকত্ব দেওয়া হবে। সিএএ বিরোধী নেত্রীকে হুঁশিয়ারি দিতে হতো। সেই জন্যই এই সভা। ওনাকে প্রাক্তন বানিয়ে ছাড়বো।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর