মিথ্যে কর্মসংস্থানের নামে ‘ভুয়ো’ তালিকা তৈরি মমতা সরকারের! বিস্ফোরক দাবি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের বিরুদ্ধে ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে মিথ্যে কর্মসংস্থানের নামে ‘ভুয়া’ তালিকা তৈরি করে চলেছে তৃণমূল সরকার, এই অভিযোগ এনে ইতিমধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি লিখেছেন বিজেপি (Bharatiya Janata Party) নেতা। একইসঙ্গে MGNREGA-তে (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) টাকা চুরি করার বিস্ফোরক অভিযোগ এনেছেন মমতা সরকারের বিরুদ্ধে, যা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকেই নিজের পুরানো দলকে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। কখনো দুর্নীতি ইস্যু, আবার কখনো কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করার বিষয়কে সামনে এনে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতা মন্ত্রীদের আক্রমণ শানান তিনি।

সেই ধারা বজায় রেখে এবার MGNREGA প্রকল্পে টাকা চুরি করার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন শুভেন্দুবাবু। একইসঙ্গে তাঁর অভিযোগ, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে চলেছে তৃণমূল সরকার। মিথ্যে কর্মসংস্থানের ভুয়া তালিকা তৈরি করার পাশাপাশি মিথ্যে তথ্য প্রদান করছে সরকার। একইসঙ্গে এই প্রসঙ্গে সিবিআই কিংবা অন্য কোন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্তের দাবি পর্যন্ত তোলেন তিনি।

এ প্রসঙ্গে এদিন ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, “পশ্চিমবঙ্গের দুর্নীতিবাজ সরকার MGNREGA -র টাকা চুরি করে এতদিন চালিয়েছে। ধরা পড়ে যাওয়ায় ও টাকার হিসেব দিতে না পারায় রাজ্য সরকার বেকায়দায় পড়েছে। যথারীতি গ্রামের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এই দুর্নীতিবাজ সরকারের ও তার প্রশাসনের ওপর।

তিনি আরো জানান, “নতুন ফন্দি আঁটতে হচ্ছে। মিথ্যা কর্মসংস্থানের নামে ‘ভুয়া’ তালিকা তৈরি করছে পশ্চিমবঙ্গের এই দুর্নীতিগ্রস্ত সরকার। পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের জনগণকে, বিশেষ করে গ্রাম বাংলার ভোটারদের ভুল বোঝাতে, মিথ্যা কর্মসংস্থান সৃষ্টি করার দাবি জানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার ‘ভুয়ো’ তথ্য সমৃদ্ধ পরিসংখ্যান তৈরী করছে।”

একইসঙ্গে এক্ষেত্রে  কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি প্রসঙ্গে শুভেন্দু লেখেন, “পঞ্চায়েত ভোটের আগে এই ধান্দা করে মানুষকে বিভ্রান্ত করার এক জঘন্য পরিকল্পনা রূপায়ণ করা হয়েছে। এই বিষয়ে অবগত করাতে এবং এই জালিয়াতি রুখতে ও  সিবিআই অথবা অন্য কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কে দিয়ে তদন্ত করিয়ে জালিয়াতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি মাননীয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী গিরিরাজ সিং জিকে একটি চিঠি লিখেছি।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর