হয়নি উন্নয়ন! তাই এক হাঁটু কাদাজলে হাঁটিয়ে TMC বিধায়ককে ‘শাস্তি’ গ্রামবাসীদের ! ভিডিও টুইট করে কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। জোর কদমে প্রচার চালাচ্ছে সব দলই। পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল (Trinamool Congress)। কিন্তু এবার প্রচারে বিপাকে স্বয়ং তৃণমূল বিধায়কই। গ্রামবাসী কাদার মধ্য হাঁটতে বাধ্য তৃণমূলের প্রচারকারী দলকে। সেই ঘটনার ভিডিও মারাত্মক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

একটি ভিডিও নিজের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই ভিডিওর সঙ্গে শুভেন্দু লেখেন, ‘পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শ্রী মানগোবিন্দ অধিকারী যখন নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী প্রচারের জন্য পৌঁছান। তখন গ্রামবাসীরা ওনাকে বাধ্য করেন “উন্নয়নের সরণীতে” তাদের সাথে পা মেলাতে।

শুভেন্দু আরও লেখেন, ‘গ্রাম বাংলার মানুষ তৃণমূলীদের আর রেয়াত করতে প্রস্তুত নয়। মানুষ পণ করেছেন, প্রথমে চোরদের পঞ্চায়েত থেকে তাড়াবে তারপরে একেবারে চোরদের সরকার কে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে দেবে।’

suvendu

 

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর আরও একটি টুইট তোলপাড় করছে জাতীয় রাজনীতি। সেই টুইটের ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে বক্তৃতা করছেন তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। বৃষ্টির মধ্যে তাঁর মাথায় ছাতা ধরে আছেন উর্দিপরা এক পুলিসকর্মী। শুক্রবার বাঁকুড়ার খাতড়ার সভা সেই প্রসঙ্গে তিনি পুলিস ও তৃণমূলের বিরুদ্ধে তোপও দেগেছেন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কাঁকসার পানাগড় বাজারে তৃণমূল আয়োজিত জনসভায় প্রভাত-সহ অন্য নেতারা যোগ দেন। রাতেই শুভেন্দু টুইটারে ভিডিয়োটি পোস্ট করেন। নির্বাচনবিধি চলছে জানিয়ে সেখানে শুভেন্দু লেখেন, ‘মমতা-পুলিস কতটা পক্ষপাতদুষ্ট। কখনও দেখা যায় পুলিশ আঞ্চলিক দল তৃণমূলের মিছিলে যোগ দিয়েছে। আবার বিজেপি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করার জন্য মারধর করছে। আবার দেখা যাচ্ছে, তৃণমূল নেতার বক্তব্য দেওয়ার সময় পুলিস ছাতা ধরে আছে।’

এই প্রসঙ্গে শুক্রবার খাতড়ায় শুভেন্দু বলেন, ‘কাঁকসায় তৃণমূলের এক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের মাথায় ছত্র ধরে আছে পুলিশের লোকেরা, পোশাক পরে। কে পুলিস, কে তোলামূল কোনও প্রভেদ নেই।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর