বেআইনিভাবে কেন্দ্রের টাকা ব্যবহার করছে রাজ্য! সরকারের বিরুদ্ধে নথি পেশ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে তৃণমূল (Trinamool Congress) বনাম বিজেপি (BJP) তরজা বহুদিনের। একদিকে রাজ্য সরকার দাবি করে যে, কেন্দ্রীয় প্রকল্প বাবদ কোটি কোটি টাকা বকেয়া পড়ে থাকলেও তা কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দিচ্ছে না কেন্দ্র। আবার অপরদিকে বিজেপির তরফ থেকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ ছুড়ে দাবি করা হয়, প্রকল্প বাবদ সকল টাকা দেওয়া হলেও তা কেবল দুর্নীতি এবং অন্যান্য খাতে ব্যবহার করে রাজ্য। সেই বিতর্ক আরো উস্কে দিয়ে এবার তৃণমূল সরকারকে তুলোধোনা করে ছাড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিজেপি নেতা শুভেন্দুর দাবি, “লক্ষ্মীর ভাণ্ডারের খরচ মেটানোর জন্য এক খাতের টাকা অন্য খাতে ব্যবহার করে চলেছে তৃণমূল।” এমনকি এক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলেও দাবি তাঁর। কেন্দ্রীয় প্রকল্প বাবদ টাকা অন্য কোন প্রকল্পে ব্যবহার করা হয়ে চলেছে কিনা, তা জানতে একটি আরটিআই পর্যন্ত ফাইল করেছেন শুভেন্দু। একইসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি চিঠি লেখেন তিনি।

কি অভিযোগ শুভেন্দুর? বিজেপি নেতার দাবি, “পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের টাকা জমা রাখার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে এই টাকা একটি বেসরকারি ব্যাংকে রেখে চলেছে তৃণমূল সরকার। যেখানে তাদের অপর একটি তহবিলের একাউন্ট পর্যন্ত রয়েছে।”

একইসঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করে চলেছে তৃণমূল, এই অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত জানতে এদিন একটি আরটিআই ফাইল করেছেন শুভেন্দু অধিকারী।

Untitled design 2022 08 26T144504.148

তিনি বলেন, “লক্ষ্মী ভাণ্ডারের টাকা আদায় করার জন্য আইসিডিএস থেকে টাকা নেওয়া হচ্ছে। আবার সেই টাকা মেটাতে ব্যবহার করা হচ্ছে মিড ডে মিলের অর্থ। সবেতে দুর্নীতি করা হয়ে চলেছে। এমনকি কেন্দ্রীয় প্রকল্প বাবদ টাকা অনেক তৃণমূল নেতার ঘরে পর্যন্ত ঢুকে যাচ্ছে।” এক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে তছরূপের অভিযোগ এনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন তিনি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর