‘আমাকেও কামড়ে দিতেন’, চাকরিপ্রার্থীকে পুলিশের কামড় বিতর্কে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে এসএসসি, প্রাথমিক টেট থেকে শুরু করে অন্যান্য একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় রাজনীতি। বাংলার বিভিন্ন প্রান্তে আন্দোলন বিক্ষোভে নেমেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা আর এর মাঝেই এক চাকরিপ্রার্থীকে মহিলা পুলিশ কর্মীর কামড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র আর এবার অবশেষে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গতকাল এক চাকরিপ্রার্থীকে মহিলা পুলিশকর্মীর কামড়ানোর ঘটনাকে কেন্দ্র করে একটি টুইট করে বসেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানের একটি ভিডিও তুলে ধরেন তিনি।  ভিডিওর পাশাপাশি টুইট করে লেখেন, “নবান্ন অভিযানের দিন মমতা পুলিশের কারসাজি। নিরস্ত্র কর্মপ্রার্থীদের ওপরেও একই ভাবে পাশবিক নির্যাতন চালায় আকাশ মাঘারিয়ার হিংস্র বাহিনী।”

উল্লেখ্য, সম্প্রতি বিজেপির নবান্ন অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। ঐদিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেয় বিজেপি কর্মী সমর্থক এবং একাধিক নেতারা। পরবর্তীতে একদিকে যখন বিজেপি কর্মীদের আটক করে পুলিশ, আবার অপরদিকে প্রশাসনের ওপরেও হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

অন্যদিকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় শুভেন্দু অধিকারীকে বাধা দেয় প্রশাসন। সেই সময় এক মহিলা পুলিশকে লক্ষ্য করে বিজেপি নেতা বলেন, “ডোন্ট টাচ মাই বডি। আমি পুরুষ আপনি মহিলা।” পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতার সমালোচনা সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ থেকে তৃণমূলের নেতা মন্ত্রীরা। তবে এবার তাদের উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ করলেন BJP নেতা।

Untitled design 2022 08 26T144504.148

এক্ষেত্রে চাকরিপ্রার্থীকে মহিলা পুলিশকর্মীর কামড়ানোর ঘটনার সঙ্গে নবান্ন অভিযানের ভিডিও তুলে ধরার পাশাপাশি শুভেন্দু বলেন, “ঐদিন মহিলা পুলিশ আমাকে টাচ করছিল, সেইজন্য বারণ করেছিলাম। তা নিয়ে আমার বিরুদ্ধে অনেক রকম কথা বলে তৃণমূল কংগ্রেস। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন বলা হয়েছিল। যদি টাচ করতে বারণ না করতাম, তাহলে হয়তো ওই মহিলা পুলিশ কর্মী আমাকেই কামড়ে দিতেন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর