‘এটা দেখুন…’, পকেট থেকে ফোন বের করে সাংবাদিককে যা দেখালেন শুভেন্দু, শোরগোল গোটা রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি ইস্যুতে টানাপোড়েন অব্যাহত। বুধবার সুকান্তর পর বৃহস্পতিবার সন্দেশখালির (Sandeshkhali) উদ্দেশে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখনও এলাকায় সমস্ত প্রবেশ পথে জারি রয়েছে ১৪৪ ধারা। তাই আইন মেনে মাত্র তিন জন বিজেপি বিধায়ক সহ বাসে করে উত্তপ্ত সন্দেশখালি পরিদর্শনে যেতে চাইছিলেন শুভেন্দু। তবে স্বাভাবিকভাবেই তাদের ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। রামপুরে শুভেন্দুদের বাস আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই নেমে পথে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়ক।

রাস্তায় বসে ধর্না শুরু করেন শুভেন্দুরা। পুলিশের সাথে বেশ কিছুক্ষণ কথা হলেও বিরোধী দলনেতাকে সন্দেশখালি যেতে দেওয়া হয়নি। প্রায় দু’ঘণ্টা পর রামপুর থেকেই ফের কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন তারা। যদিও শুভেন্দু আগেই জানান, ৫টা পর্যন্ত ধর্না দিয়ে তারপর ফিরে যাবেন। পাশাপাশি খুব স্পষ্ট ভাবেই বিরোধী দলনেতা বলেন, তিনি কোনও গন্ডগোল করতে চান না। পুলিশের ব্যারিকেড ভেঙেও এগিয়ে যেতে চান না। তবে এই নিয়ে যে তিনি আদালতে যাবেন তাও স্পষ্ট জানিয়ে দেন নন্দীগ্রাম বিধায়ক।

ধর্না শেষে ওই বাসে করেই কলকাতায় ফেরেন শুভেন্দু। বাসে ফেরার পথে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে হঠাৎই ফোনে এক ভিডিও চালিয়ে দেন শুভেন্দু। সাংবাদিককে শুভেন্দু বলেন, ‘এই ভিডিয়োটা দেখুন…’, গাড়িতে ফিরতে ফিরতে ফোন তুলে যা দেখালেন বিরোধী দলনেতা। তাতে রীতিমতো শোরগোল। কী এমন ছিল সেই ভিডিয়োয়?

ভিডিওতে শোনা যাচ্ছে পুলিশ শুভেন্দুকে বলছেন, ‘আপনি নিয়ম মেনেই এসেছেন। কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া যাবে না। নির্দেশ নেই।’ তবে কেন তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। চারজন বিধায়ককে নিয়ে আসার পরেও, কোনও ভাবে ১৪৪ ধারা না ভাঙার পরও কেন তাকে আটকানো হল এই নিয়ে তিনি মামলা দায়ের করবেন বলেও হুঁশিয়ারি দেন নেতা।

suvendu mamata

আরও পড়ুন: একধাক্কায় বিরাট বাড়বে বেতন! শীঘ্রই বড়সড় ঘোষণার পথে সরকার, খুশিতে লক্ষ লক্ষ কর্মীরা

এদিন হুঙ্কার করে শুভেন্দু বলেন, ‘চোর রাজীব কুমার ও তার মা মমতার নির্দেশেই ভয়ে আমাকে আটকানো হয়েছে।’ বিরোধী দলনেতার কথায়, তিনি চাইছেন আদালত তাকে নির্দেশ দিক। তিনি যেন আদালতের নির্দেশ হাতে নিয়ে সন্দেশখালির মা-বোনেদের কাছে যেতে পারেন, আইনগতভাবে সেই চেষ্টা তিনি করবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর