‘২০২৪-এ একসঙ্গেই লোকসভা, বিধানসভা নির্বাচন’! শুভেন্দুর বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গ টেনে একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব বঙ্গ বিজেপি। এরই মধ্যে আবারও এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তাঁর বিস্ফোরক মন্তব্যের জেরে কার্যতই শোরগোল রাজ্য রাজনীতিতে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘২০২৪ এ লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে হবে। কী ভাবে হবে জানার দরকার নেই।’ তাঁর এই মন্তব্যকে স্বভাবতই বিশেষ ইঙ্গিতিবাহী বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ। ধোপে টেকেনি বিজেপির রাষ্ট্রপতি শাসনের দাবি। উলটে ক্রমাগত সামনে আসছে বিজেপির অন্দরের কোন্দল।

এহেন অবস্থায় বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সম্ভবত বিধানসভা ভেঙে দেওয়ার দিকেই নির্দেশ করলেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই সময়ের বহু আগেই বিধানসভা নির্বাচনের কথা বললেন তিনি। আর এই ব্যাপারে যে মরিয়া রাজ্য বিজেপি তাও বেশ স্পষ্টই তাঁর বক্তব্যে।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসনের বেলুন চুপসে দিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বঙ্গ সফরে এসে কলকাতায় দলীয় বৈঠকে ৩৬৫ ধারা জারির প্রস্তাব সরাসরি নাকচ করেন তিনি। অমিত শাহ বলেন, ‘বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ৩৫৬ ধারা জারি করে একটা নির্বাচিত সরকারকে ফেলা যায় না। রাজনৈতিক ভাবে বাংলার শাসকদলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।’ তাই খোদ স্বরাষ্ট্র মন্ত্রীর এহেন বক্তব্যের পর বিরোধী দলনেতার বিস্ফোরক দাবিকে ঘিরে কার্যতই তোলপাড় রাজ্য রাজনীতিতে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর