তৃণমূলের ‘শহীদ দিবসের” পাল্টা বিজেপির ‘শহীদ শ্রদ্ধাঞ্জলি”, একুশে জুলাই রাস্তায় নামবে গেরুয়া শিবির

বাংলা হান্ট ডেস্কঃ  শহীদ হওয়া কর্মীদের স্মরণে প্রতিবছর একুশে জুলাই শহীদ স্মরণ দিবস পালন করে আসে তৃণমূল কংগ্রেস। ব্যাতিক্রম হয়নি এ বছরও। শুধু তাই নয়, লোকসভা ২০২৪ এর কথা মাথায় রেখে এবছর শহীদ দিবসকে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে ছড়িয়ে দিতে তৎপর তৃণমূল (TMC)। ইতিমধ্যেই ত্রিপুরা এবং দিল্লিতেও শহীদ দিবস পালনের জন্য আয়োজন করতে শুরু করেছে তারা। এরইমধ্যে বড় পদক্ষেপ নিল বিজেপিও (BJP)।

জানা গিয়েছে একদিকে যখন আগামী লোকসভার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন রাজ্যে শহীদ দিবস পালনের স্বপ্ন দেখছে তৃণমূল, তখন সেই একই দিনে পথে নামবে বিজেপিও। নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। এই নির্বাচন পরবর্তী হিংসার প্রতিবাদেই আগামী ২১ জুলাই রাস্তায় নামতে চলেছে গেরুয়া শিবির। রাজঘাট থেকে এই মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

অন্যদিকে একই ভাবে কলকাতাতেও আয়োজিত হবে প্রতিবাদ মিছিল। সেই মিছিলে নেতৃত্ব দেবেন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )। বিজেপি তরফে জানানো হয়েছে ২১ জুলাই একদিকে যখন শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেবে তৃণমূল, তখনই অন্যদিকে বেলা সাড়ে এগারোটা থেকে পথে নামবে বিজেপি।

বিজেপির তরফ থেকে ব্যানার এবং পোস্টারের মাধ্যমে কলকাতাসহ রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। ইতিমধ্যেই বিধানসভা থেকে শুরু করে, অন্যান্য সমস্ত ক্ষেত্রেই নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনও। তাদের রিপোর্টে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস এ নিয়ে কোন সন্দেহ নেই। শহীদ দিবসের দিন মিছিল যে শাসকদলের অস্বস্তি আরও কিছুটা বাড়াবে তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর