বীভৎস! চরমতম শাস্তি চাই আফতাবের, দিল্লির ঘটনায় ফুঁসে উঠলেন স্বরা ভাস্কর

বাংলাহান্ট ডেস্ক: সমালোচনা সহ‍্য করেও বিভিন্ন বিষয় নিয়ে মতামত জাহির করতে দেখা যায় অভিনেত্রী স্বরা ভাস্করকে (Swara Bhaskar)। রাজনৈতিক বিষয় থেকে বলিউডের একাধিক বিতর্কিত বিষয় নিয়েও মন্তব‍্য করতে দেখা যায় তাঁকে। এবার দিল্লির আফতাব কাণ্ড নিয়ে সরব হলেন স্বরা। অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার চরমতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

দিল্লির শ্রদ্ধা হত‍্যাকাণ্ড নিয়ে সরগরম গোটা দেশ। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠেছে সকলে। নিজের প্রেমিকা শ্রদ্ধাকে খুন করে তাঁর শরীরের ৩৫ টি টুকরো করে প্রথমে ফ্রিজে রাখার এবং তারপর দিল্লির সর্বত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে।

swara media
ঘটনার নৃশংসতায় হাড় হিম হওয়ার জোগাড় সবার। এবার অভিযুক্ত আফতাবের কঠোর শাস্তির দাবি জানিয়ে সোশ‍্যাল মিডিয়ায় লিখলেন স্বরা। তিনি লিখেছেন, ‘বিষয়টা এতটাই বীভৎস, ভয়ঙ্কর এবং দুঃখজনক যে কথা হারিয়ে যাচ্ছে। ওই বেচারা মেয়েটার জন‍্য আমার মন কেঁদে উঠছে যে নিজের ভালবাসার, বিশ্বাসের মানুষটার কাছ থেকে এমন জঘন‍্য বিশ্বাসঘাতকতা পেল। আশা করি পুলিস যত শীঘ্র সম্ভব তদন্ত শেষ করবে আর এই দানবটা প্রাপ‍্য চরমতম শাস্তি পাবে।’

swa
দিল্লির ঘটনা এখন বিভিন্ন মহলে চর্চার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিহত ২৬ বছরের শ্রদ্ধা লিভ ইন সম্পর্কে ছিলেন ২৮ বছরের আফতাবের সঙ্গে। জিনা যাচ্ছে, বিয়ের জন‍্য চাপ দেওয়ায় নিজের প্রেমিকাকে খুন করে তাঁর শরীরকে ৩৫ টি টুকরো করে ফ্রিজে ভরে রাখেন আফতাব। সেখান থেকে মাঝেমধ‍্যে দেহাংশ গুলো নিয়ে দিল্লির বিভিন্ন জায়গায় ফেলে আসতেন তিনি। শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন আফতাব।

প্রসঙ্গত, স্বরাকে শেষ বার দেখা গিয়েছিল ‘যাহা চার ইয়ার’ ছবিতে। গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি। নাম থেকেই স্পষ্ট, চার বান্ধবীর গল্পই এই ছবির বিষয়বস্তু। সোশ‍্যাল মিডিয়ায় ছবির প্রচারও করেছিলেন স্বরা। কিন্তু তখনো যেমন সাড়া পাননি, ছবি মুক্তির পরেও ফাঁকাই থেকে গিয়েছে হল। দর্শকরা দেখতেই যায়নি স্বরার ছবি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর