অতীন্দ্র মায়ের টাকা আত্মসাৎ করেছে: স্বাতী মন্ডল, রানু মন্ডলের মেয়ে

একমাস আগে যাঁর পরিচিতি শুধুমাত্র রানাঘাট স্টেশনের মধ্যে ছিল সেই রানাঘাটের রানু মন্ডল এখন মুম্বাইয়ের সেলিব্রিটি। আর তাঁর এই পরিচিতি গড়ে তোলার পিছনে কারিগর হলেন ইঞ্জিনিয়ার অতীন্দ্র চক্রবর্তী। কারণ অতীন্দ্রর পোস্ট করা ভিডিও ভাইরাল হওয়ার পরেই রানুর জীবনে ভোল বদলে গেছে।  তাই তো ইতিমধ্যেই তিনি মুম্বাই এ গান গেয়ে এসেছেন। একইসঙ্গে সুযোগ পেয়েছেন রিয়েলিটি শো-এর মঞ্চে নিজেকে পরিচিত করে তোলার। কিন্তু সেই মানবিক সম্পন্ন মানুষ অতীন্দ্রর বিরুদ্ধেই এবার বিস্ফোরক অভিযোগ আনলেন রানু মন্ডলের মেয়ে স্বাতী  মন্ডল।

যিনি দশ বছ আগে মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলেন সেই স্বাতী এখন মায়ের জনপ্রিয়তা শোনা র পর মায়ের কাছে ফিরে এসে অতীন্দ্রর নামে টাকা লুঠ করার অভিযোগ তুলেছেন। তিনি সংবাদমধ্যমের সামনে জানিয়েছেন অতীন্দ্র নাকি তাঁর মায়ের সমস্ত টাকা লুঠ করে নিয়েছেন। তবে শুধু অতীন্দ্রই নন তপন বাবু নামে যিনি অতীন্দ্র ও রানুর সঙ্গে সর্বদা ছিলেন তিনি নাকি তাঁর সাথে তাঁর মায়ের দেখা করতে দিতেন না বলে অভিযোগ করেছেন। এমনকি মায়ের সঙ্গে দেখা করতে চাইলে তাঁকে হুমকি দেওয়া হত।

0 s7e9iMLDCz90 LFb

পাশাপাশি তাঁর বিরুদ্ধে যে তাঁর মাকে না দেখার অভিযোগ আনা হেয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি। তিনি জানিয়েছেন তিনি নাকি প্রতিমাসে মায়ের জন্য 500 করে টাকা পাঠাতেন। এবং তিনি দোকান চালিয়ে অনেক কষ্ট করে হলেও মায়য়ের দেখাশুনার দায়িত্ব নিয়েছিলেন। এমনকি মাকে তাঁদের সঙ্গেথকাতে বললেও তাঁর মা রাজী হননি বলে জানিয়েছেন। এর পাশাপাশি রানু মন্ডলের মেয়ে তাঁর অন্যান্য সন্তানদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মায়ের দেখাশুনার দায়িত্ব নিচ্ছে না কেন সেই বিষয়েও প্রশ্ন তোলেন।

স্বাতী রায়ের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই শুরু হয়েছে। যিনি এর আগে মায়ের সঙ্গে থাকেননি অথচ এমন দাবি করেন কি করে উঠছে প্রশ্ন। একই সঙ্গে যে অভাবের দোহাই তিনি দিচ্ছেন আদৌ কি সেই অভাব ছিল তাঁর, কারণ সামাজিক মাধ্যমে তাঁর বিলাসবহুলতার কিছু ছবি ইতিমধ্যেই পোস্ট হয়েছে। এছাড়াও অতীন্দ্রর বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে স্বাতী রায়কে তিরষ্কার করেছেন অনেকেই। এর আগে অতীন্দ্র চক্রবর্তী জানিয়েছিলেন রানু মন্ডলের পকেটে পাঁচ টাকাও নেই। তাঁকে হিমেশ রেশমিয়া টাকা দেওয়ার খবর মিথ্যা, তাহলে কেন স্বাতী এমন অভিযোগ আনছেন, ক্ষোভ প্রকাশ সামাজিক মাধ্যমে।

 

সম্পর্কিত খবর