ডোর-টু-ডোর করোনা স্ক্রিনিং করবে তামিলনাড়ু সরকার! বিতর্ক শুরু চেন্নাইতে

চেন্নাই জুড়ে ডোর-টু-ডোর স্ক্রিনিংয়ের জন্য ১৬ হাজার প্রশিক্ষিত কর্মী মোতায়েন করল সে রাজ্যের প্রশাসন।কারণ করোনা সংক্রমণ এতটাই বেড়ে গেছে। আর এবার করোনা রুখতে নতুন পদক্ষেপ নিলো তামিলনাড়ু সরকার। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।

প্রশিক্ষিত কর্মীদের সকলের কাছে থাকবে বিশেষ পোশাক বা পিপিই। তাঁরা চেন্নাইয়ের বিভিন্ন স্থানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিদিনের রিপোর্ট জমা দেবেন।

corona 1 1

মূলত স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্তদেরই প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের সহায়তায় সরকার আগামী ৯০ দিনের মধ্যে ১০ লক্ষ আবাসনের বাসিন্দাদের ওপর ২৪ ঘন্টা নজরদারি করার পরিকল্পনা করেছে।নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে।আর এর মধ্যেই সারা বিশ্ব আতঙ্ক এর মধ্যে রয়েছে। কারণ এখনো এর প্রতিকার নেই।

দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহান থেকে এই রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে ঘরে ঘরে স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নিয়ে একদমই সন্তুষ্ট নন কিছু বাসিন্দা। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ৪৮৫। আর তার সাথে আবার নিজামুদ্দিন এর জমায়েত আছে বলেও জানা গেছে।

সম্পর্কিত খবর