অভিজিৎ, দেবাংশু নাকি সায়ন, সম্পত্তির নিরিখে এগিয়ে তমলুকের কোন প্রার্থী? সবচেয়ে বড়লোক কে?

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার যে কটি কেন্দ্রের দিকে রাজ্যবাসীর নজর থাকবে, তার মধ্যে অন্যতম হল তমলুক। তৃণমূল, বিজেপি এবং সিপিএম, তিন দলই এখানে হেভিওয়েট প্রার্থী দিয়েছে। তৃণমূল দাঁড় করিয়েছে দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya)। বিজেপির বাজি কলকাতা হাই কোর্টের প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। অন্যদিকে বামেদের ভরসা তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee)। ভোটবাক্সের লড়াইয়ে কে বাজিমাত করবে সেটা জানতে আগামী জুন মাস অবধি অপেক্ষা করতে হবে। তবে দেবাংশু, অভিজিৎ এবং সায়নের মধ্যে সম্পত্তির নিরিখে কে সবচেয়ে এগিয়ে তা ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে।

ভোটের আগে সম্প্রতি হলফনামা জমা দিয়েছে দেবাংশু, অভিজিৎ এবং সায়ন। সেখানে নিজেদের সম্পত্তির (Property) খতিয়ান তুলে ধরেছেন তাঁরা। নির্বাচনী হলফনামা অনুসারে, ২০২২-২৩ অর্থবর্ষে দেবাংশুর আয় ছিল ৪ লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা। হলফনামা জমা করার সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ৫৬ হাজার টাকা ছিল। তাঁর কোনও দু’চাকা অথবা চার চাকা গাড়ি নেই। নিজের গয়নাও নেই। দেবাংশুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ লক্ষ ৩০ হাজার ৭৬৪ টাকা।

এছাড়া তৃণমূল প্রার্থী  দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে একটিতে ৫ লক্ষ ৭৪ হাজার ২১৩ টাকা রয়েছে এবং পোস্ট অফিসে ৫০০ টাকার সেভিংস আছে। দেবাংশুর কোনও ব্যাঙ্ক ঋণ নেই। তবে বন্ধুদের থেকে ১০ লক্ষ টাকা ধার নিয়েছেন বেল হলফনামায় জানিয়েছেন তৃণমূলের এই যুব নেতা।

আরও পড়ুনঃ বুথের সামনেই তুলকালাম! BJP প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল নেতা, রণক্ষেত্র জঙ্গিপুর!

অন্যদিকে বাম প্রার্থী সায়নের জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৭১ হাজার ১৩০ টাকা। হলফনামা জমা দেওয়ার সময় তাঁর হাতে ১০ হাজার টাকা নগদ ছিল। পেশায় আইনজীবী এই যুব বাম নেতার অস্থাবর সম্পত্তির পরিমাণ ২১ লক্ষ ৭৩ হাজার ১১ টাকা। তাঁর নিজের কোনও গয়না নেই। তবে স্ত্রীয়ের ৩৬৮ গ্রাম গয়না রয়েছে। এই মুহূর্তে তার বাজারদর প্রায় ২৩ লাখ টাকা।

সেই সঙ্গেই তমলুকের বাম প্রার্থীর দু’টি গাড়ি আছে। দু’টির দামই লক্ষাধিক টাকা। একটির মূল্য ১ লক্ষ ৩০ হাজার এবং দ্বিতীয়টির দাম ১০ লক্ষ ৫৪ হাজার ৯০১ টাকা। অন্যদিকে সায়নের স্ত্রীয়েরও একটি গাড়ি রয়েছে। সেটির দাম ৫ লক্ষ ৫৫ হাজার টাকা। তমলুকের বাম প্রার্থীর ৬ লাখ টাকার বেশি কার লোন আছে।

Abhijit Gangopadhyay Debangshu Bhattacharya Sayan Banerjee

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণটাও এবার জেনে নেওয়া যাক। নির্বাচনী হলফনামা অনুসারে, ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতা হাই কোর্টের এই প্রাক্তন বিচারপতির আয় ছিল ৫৯ লক্ষ ৩৬ হাজার টাকা। হলফনামা জমা দেওয়ার সময় তাঁর হাতে ১২ হাজার টাকা নগদ ছিল। এর ছাড়া বেশ কিছু সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং এলআইসি পলিসিতে বিনিয়োগ করেছেন অভিজিৎ।

সেই সঙ্গেই ৫ লক্ষ ৮২ হাজার টাকার একটি গাড়ি রয়েছে পদ্ম প্রার্থীর। দু’টি মূল্যবান পাথর সহ ৭৫ হাজার টাকা দামের দু’টি সোনার আংটি রয়েছে এবং হাওড়ার ডোমজুড়ে ৬০ লক্ষ ৩৪ হাজার টাকা দামের একটি জমিও আছে তাঁর। এছাড়া সল্টলেকে ৯৫ লক্ষের একটি ফ্ল্যাটের মালিক অভিজিৎ। তাঁর কাছে প্রায় ১২ লক্ষের বই রয়েছে বলেও হলফনামায় জানিয়েছেন তিনি। তমলুকের বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭ লক্ষ ২১ হাজার ১৫২ টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ হল ১ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৪৭২ টাকা। হলফনামা থেকে জানা গিয়েছে, অভিজিতের কাঁধে এখনও ৫০ লক্ষ ৭৭ হাজার টাকার গৃহঋণ রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর