শুভেন্দুকে হাজিরার নোটিশ তমলুক থানার, পুরনো মামলার জেরে অস্বস্তিতে বিরোধী দলনেতা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে একের পর দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিবিআই (CBI) এবং ইডি (ED) যখন এক দিকে তদন্ত করে চলেছে, আবার অপরদিকে অন্যান্য একাধিক মামলায় তৎপর হয়ে উঠেছে রাজ্য তদন্তকারী অফিসাররা। এই দুই তৎপরতা ঘিরে ইতিমধ্যেই শাসক দল বনাম বিরোধী তরজা তুঙ্গে। বিজেপির (Bharatiya Janata Party) অস্বস্তি বাড়িয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় দলীয় নেতা সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) আর এর মাঝেই এবার তমলুক (Tamluk) থানার পুলিশের তরফ থেকে জেরার জন্য তলব করা হলো বিরোধী দলনেতা তথা সৌমেন্দুর দাদা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)।

এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এরপর থেকে একাধিক সময় তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন তিনি আর এবার সেই সকল মন্তব্যের জেরেই বিরোধী দলনেতাকে তলব করলো প্রশাসন।

বর্তমানে একের পর এক মামলায় অধিকারী পরিবারের অস্বস্তি যেন ক্রমশ বেড়েই চলেছে। কাঁথি পুরসভার পথবাতি মামলা এবং সারদা কাণ্ডে ইতিমধ্যেই পরপর দুইবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে। একই সঙ্গে আজ পুনরায় একবার তাঁকে সমন পাঠিয়েছে কাঁথি থানার পুলিশ আর এর মাঝে এবার নোটিশ প্রদান করা হলো রাজ্যের বিরোধী দলনেতাকে।

সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যেভাবে একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন, সেই কারণে এই তলব। সূত্রের খবর, গত বছর ১৯ শে জুলাই তমলুকে একটি সভা চলাকালীন বিতর্কিত মন্তব্যের জন্য স্থানীয় থানার পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলার ভিত্তিতেই শুভেন্দুকে নোটিশ প্রদান করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত শুভেন্দুবাবুর তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে আগামী সোমবার পুলিশি তলব মাঝে ইতিমধ্যেই অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতা।

Untitled design 69

প্রসঙ্গত, সৌমেন্দু অধিকারীর জেরা প্রসঙ্গে কয়েকদিন পূর্বেই মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “ওরা কিছু করতে পারবে না। সুদে আসলে সব বুঝিয়ে দেব মুখ্যমন্ত্রীকে।” তবে এর কয়েকদিনের মধ্যেই পূর্ব মেদিনীপুরের তমলুক থানার তরফ থেকে তাঁকে নোটিশ প্রদান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে অতীতে যে পুলিশের বিরুদ্ধে একের পর এক বেলাগাম আক্রমণ করতে দেখা যেত বিরোধী দলনেতাকে, এবার তাদের সেই তলব মাঝে শুভেন্দুবাবু অবশেষে তমলুক থানায় হাজিরা দেন কিনা, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর