তনুশ্রীর ‘চায়ে পে চর্চা’, প্রচারে বেরিয়ে নিজে হাতে চা বানিয়ে সবাইকে খাওয়ালেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: নির্বাচনের ঠিক আগে আগে বিজেপিতে (bjp) যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (tanusree chakraborty)। প্রার্থী তালিকা ঘোষনার আগে বিজেপিতে যোগ দেওয়া শেষ তারকা তিনিই। শ্রাবন্তী, পায়েল, যশদের মতো রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ হলেও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রথমেই প্রকাশ করেছিলেন তনুশ্রী।

দলও মর্যাদা দিয়েছে তাঁর ইচ্ছার। হাওড়ার শ‍্যামপুর থেকে প্রার্থী হয়েছে অভিনেত্রী। রাজনীতিতে নতুন হলেও তার ছাপ প্রচারে পড়তে দিতে রাজি নন তনুশ্রী। তাই দলের অভিজ্ঞ নেতা মন্ত্রীদের দেখানো পথেই হাঁটলেন তিনি। প্রচারে বেরিয়ে পৌঁছে গেলেন এক ছোট্ট চায়ের দোকানে।

130481
নিজেই সব সরঞ্জাম জোগাড় করে বানালেন চা। নিজেও খেলেন, উপস্থিত সবাইকে নিজের হাতে তৈরি চা খাওয়ালেন তনুশ্রী। অনেকদিন থেকেই রাজনৈতিক আলোচনায় ‘চায়ে পে চর্চা’য় বেরোতে দেখা গিয়েছে বিজেপি নেতা মন্ত্রীদের। আর কে না জানে, বাঙালিদের চায়ের ঠেকেই রাজনৈতিক আলোচনা সবথেকে জোরদার হয়। তাই চায়ের দোকানই প্রচারের অন‍্যতম অঙ্গ হয়ে উঠেছে তনুশ্রীর।

https://www.instagram.com/p/CMvxa5fnaGy/?igshid=1ncib7epw3syd

প্রসঙ্গত, নাম ঘোষনা হওয়ার পর সংবাদ মাধ‍্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, “একটা বৃহত্তর পরিবারের অংশ হতে চলেছি। এটা মানুষের পরিবার। এতদিন অভিনেত্রী হিসাবে মানুষের জন‍্য কাজ করেছি। সেটা একটা অন‍্য রকম অভিজ্ঞতা। কিন্তু এখন আমার আরেকটা গুরুদায়িত্ব রয়েছে। আমার একটা নতুন জন্ম হল।”

তনুশ্রী আরো বলেন, “ভারতীয় জনতা পার্টি হল এমন একটি পার্টি যারা মানুষের জন‍্য, মানুষের উন্নয়নের জন‍্য কাজ করে এসেছে এবং ভারতকে বিশ্বের দরবারে যদি কেউ প্রতিষ্ঠা করেছে তো তা ভারতীয় জনতা পার্টিই করেছে। আর সেই পার্টির হয়েই আমি প্রতিনিধিত্ব করছি। এই কার্যে আমাকে শামিল করার জন‍্য আমি অভিভূত।”

এরপর অভিনেত্রী বলেন, “আমার কাঁধে অনেক দায়িত্ব এখন। শ‍্যামপুরের মানুষদের কাছে আমি যাব। আমি তো তাদের ঘরেরই মেয়ে। এতবার গেছি আমি ওখানে। পুজোর সময় গেছি। আমার বাবার দিকের এক ভাই থাকেন ওখানে। ছোটবেলায় অনেক গেছি। ওখানে মানুষের বাড়ি যাব, খাওয়াদাওয়া করব। ওদের হয়ে কাজ করব। এর থেকে ভাল কিছু হতে পারে না। তরুণ প্রজন্মের রাজনীতিতে আসা উচিত।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর