‘আমি দুর্নীতিগ্রস্ত, হেফাজতে থাকা নেতা নই’, নাম না করে সুদীপকে চরম কটাক্ষ তাপসের

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক টেট হোক কিংবা গরু অথবা গরু পাচার মামলা, একের পর এক দুর্নীতি কাণ্ডে অস্বস্তি বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। একই সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্তে দলের ভেতর গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। সেই ধারা বজায় রেখে বিগত কয়েকদিনে তৃণমূলের দুই বর্ষীয়ান নেতা তাপস রায় (Tapas Roy) এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) মধ্যে সংঘাত ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। সেই সংঘাত আরো উস্কে তাপসবাবুর দাবি, “আমি দুর্নীতিগ্রস্ত নই, হেফাজতে থাকা নেতা নই।”

উল্লেখ্য, তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বহুদিনের নেতা। দলের জন্ম লগ্ন থেকেই তাঁরা কর্মী এবং সমর্থকদের মাঝে ভরসার অন্যতম নাম হয়ে উঠেছেন। তবে তৃণমূল কংগ্রেসের এই দুই বিধায়ক এবং সাংসদের মধ্যেই বর্তমানে দ্বন্দ্ব চরমে। এক্ষেত্রে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তাপস রায়ের নাম না করে ‘কুত্তা ভউকে হাজার’ বলে আক্রমণ শানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এবার উক্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুদীপকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন তাপস।

বিগত বেশ কয়েকদিন ধরে সুদীপ বনাম তাপস দন্দ্ব ঘিরে বিতর্ক তুঙ্গে। বিজেপির অনেক ছোট নেতার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এহেন অভিযোগ সামনে আনেন তাপস রায়। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিজয়া সম্মিলনীতে যোগদান করে সুদীপবাবু বলেন, “বিজেপির ছোট নেতাদের সঙ্গে লুকিয়ে সাক্ষাৎ করার কোন রকম প্রয়োজন পড়েনি। এ ক্ষেত্রে দিল্লিতে যাওয়ার সময় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলে আমার সামনে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

এদিন সেই প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করতে গিয়ে তাপস রায় বলেন, “উনি যা হয়েছেন, দলের জন্য। এতে অহঙ্কারের কিছু নেই।” একইসঙ্গে তিনি বলেন, “বর্তমান সময়ে দাঁড়িয়ে কেন্দ্র সরকার এজেন্সিকে দিয়ে ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে এ সকল বিষয়ে কখনো প্রশ্ন করেন না। কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে অক্ষম সুদীপ। সৌগত রায় এবং কাকলি ঘোষ দস্তিদাররা মুখ খুললেও সুদীপবাবুকে সংসদে দাঁড়িয়ে কখনোই চাপ সৃষ্টি করতে দেখা যায় না।”

Untitled design 2022 09 05T143842.962

পাশাপাশি তৃণমূল বিধায়ক বলেন, “সংগঠনের নেতা কখনোই নন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উনি কাকে রাজনীতিতে এনেছেন, তা আমার জানা নেই। তাছাড়া আমি দুর্নীতিগ্রস্ত নই। হেফাজতে থাকা নেতা নই আমি।” প্রসঙ্গত, কয়েক বছর পূর্বে সারদা মামলায় গ্রেফতার করা হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকেন তিনি। সেই প্রসঙ্গেই এদিন তাপস রায় এহেন মন্তব্য করেছেন বলে মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর