দলিত সম্প্রদায়ের প্রতি অপমানজনক মন্তব‍্য, চার ঘন্টা পুলিসি জেরার মুখে ‘তারক মেহতা কা উলটা চশমা’র মুনমুন

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের বিতর্ক থেকে নতুন বছরেও অব‍্যাহতি পেলেন না মুনমুন দত্ত (munmun dutta)। ‘তারক মেহতা কা উলটা চশমা’ অভিনেত্রীকে দীর্ঘ চার ঘন্টা ধরে জেরা করা হল থানায়। সোমবার হরিয়ানার এক থানায় পুলিসি জেরার মুখে পড়েন অভিনেত্রী। গত বছর নিজের ইউটিউব ভিডিওতে এক দলিত সম্প্রদায়ের উদ্দেশে মানহানিকর মন্তব‍্য করার জন‍্যই মুনমুনকে গ্রেফতার করা হয় বলে খবর। পরে তিনি জামিনে ছাড়া পান।

গত বছর একটি ইউটিউব ভিডিওতে এক বিশেষ সম্প্রদায়ের প্রতি অপমানকর মন্তব‍্য করেছিলেন মুনমুন দত্ত। সোশ‍্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নেটিজেনদের অধিকাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তারপরেই অবশ‍্য ভিডিওটিতে বিতর্কিত অংশটি কেটে বাদ দিয়ে দেন।

987305 munmun
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নেটনাগরিকদের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিলেন মুনমুন। বাধ‍্য হয়ে সোশ‍্যাল মিডিয়ায় ক্ষমা প্রার্থনাও করেছিলেন তিনি। তিনি দাবি করেছিলেন, শব্দটি সম্পর্কে তাঁর ভুল ধারনা ছিল। অভিনেত্রী জানিয়েছিলেন, কাউকে অপমান বা কারোর অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশে মন্তব‍্য করেননি তিনি। ভাষাগত সমস‍্যার জন‍্যই শব্দটা সম্পর্কে জানতেন না মুনমুন।

কিন্তু ক্ষমা প্রার্থনা করেও বিশেষ কোনো লাভ হয়নি। হরিয়ানার হিসার পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছিল মুনমুনের বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সোমবার চার ঘন্টা ধরে জেরা করা হয় অভিনেত্রীকে। পরে অবশ‍্য জামিনে ছাড়া পান তিনি। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশ অনুসারে, তদন্তকারী অফিসার বিনোদ শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল মুনমুনের। গত ২৮ জানুয়ারি অভিনেত্রীর আগাম জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়।

তারক মেহতা কা উলটা চশমা সিরিয়ালে ববিতা আইয়ারকে চেনেন না এমন মানুষ খুব কম আছেন। ওই চরিত্রে অভিনয় করেন বঙ্গকন‍্যা মুনমুন। বলিউডে তেমন পসার জমাতে না পারলেও ছোটপর্দায় তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। দীর্ঘ লড়াইয়ের পর এই জমি নিজের জন‍্য তৈরি করেছেন মুনমুন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর