জেল থেকে বেরোতেই মাথার ছাদটুকুও গেল, পরীমণির সঙ্গে নিজের মিল খুঁজে পাচ্ছেন তসলিমা

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে প্রায় এক মাসের মতো জেল খেটে অবশেষে মুক্তির আলো দেখেছেন বাংলাদেশি অভিনেত্রী পরীমণি (porimoni)। বাড়িতে বেআইনি মদ ও মাদক দ্রব‍্য সংগ্রহ করা এবং সেবন করার অপরাধে গত অগাস্ট মাসে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব‍্যাটেলিয়নের হাতে গ্রেফতার হন পরীমণি ও তাঁর সহযোগী দীপু।

অভিনেত্রীর গ্রেফতারির মুহূর্ত থেকে ২৬ দিন পর জামিন পর্যন্ত গোটা সময়টাই ছিল নাটকীয়তায় ভরা। বিস্তর টালবাহানার পর বুধবার জামিন পান পরী। জেল থেকে বেরিয়েই স্ব মেজাজে দেখা যায় তাঁকে। ইতিমধ‍্যেই জেলের বাইরে তাঁর হাতের তালুতে বিতর্কিত মেহেন্দি বার্তা নিয়ে একপ্রস্থ বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তবে পরীমণির যে এখনো খারাপ সময় কাটেনি তা এর পরের ঘটনাই প্রমাণ করে।

IMG 20210902 025038
জেল থেকে বেরিয়েই নাকি ঘরহারা হয়ে পড়েছেন পরীমণি। জেল থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফিরতেই নাকি বাড়ির মালিকের থেকে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিস পেয়েছেন তিনি। জেলে এতদিন বন্দি থাকার কারণেই নাকি পরীমণির সঙ্গে এমন ব‍্যবহার মালিকের। পরীমণির এই দুর্দশায় মন কেঁদে উঠেছে লেখিকা তসলিমা নাসরিনের (taslima nasrin)।

অভিনেত্রীর সঙ্গে এখন যা যা হচ্ছে তা সবেরই ভুক্তভোগী তসলিমা। নিজের সঙ্গে পরীমণির পরিস্থিতির মিল খুঁজে পেয়েছেন তিনি। সারা জীবন ধরে তাঁকেও পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। নিজের দেশে তো অনেকদিন আগেই প্রতারণার শিকার হয়েছেন। বাধ‍্য হয়ে দেশ ছেড়ে ইউরোপে গিয়েছিলেন। সেখান থেকে ভাষার টানে চলে আসেন ভারতে। কলকাতায় যখন থাকতেন তখন ফের তাঁকে দেশ ছাড়ার নোটিস দেওয়া হয়।

তসলিমা লিখেছেন, ‘পরীমণির অসহায়তা আমি অন্তর দিয়ে অনুভব করছি। তবে পরীমণির শত্রু যেমন কম নয়, অনুরাগী শুভানুধ‍্যায়ীও তেমন কম নয়। তারা এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়াবে আমার বিশ্বাস।’ কিন্তু লেখিকার হাহাকার, তাঁর অসহায়তার সময় তাঁর পাশে কেউ ছিল না।

712781 taslima nasreen 1
বুধবার মুক্তির আনন্দে সম্পূর্ণ সাদা পোশাকে দেখা গেল পরীমণিকে। সাদা টিশার্ট, মাস্ক, মাথায় জড়ানো স্কার্ফ এবং চোখে সানগ্লাস। মুখে চওড়া হাসি নিয়ে উপস্থিত সাংবাদিক এবং অনুরাগীদের দিকে তাকিয়ে হাত নাড়েন পরীমণি। তখনি সকলের চোখ আটকায় তাঁর হাতের মেহেন্দির দিকে। সেখানে লেখা, ‘ডোন্ট লভ মি বিচ’। হৃদয়ের চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে লভ।

পরীমণির এই ‘মেহেন্দি বার্তা’ নিয়েই শুরু হয়েছে নয়া বিতর্ক। এমন কটাক্ষের সুরে কি নিন্দুকদেরই শাসন করতে চাইলেন বিতর্কিত নায়িকা? এতদিন তাঁর দুরবস্থায় যারা হেসেছিলেন এই বার্তা কি তাদের জন‍্যই? আর সবথেকে বড় প্রশ্ন, জেলের মধ‍্যে পরীমণি মেহেন্দি পেলেন কোথা থেকে? ওদেশের সংবাদ মাধ‍্যমের দাবি ছিল অন‍্য বন্দিদের মতোই সুযোগ সুবিধা পাচ্ছিলেন পরীমণি। অভিনেত্রী বলে বিশেষ কিছু দেওয়া হয়নি তাঁকে। তাহলে এই মেহেন্দি এল কোথা থেকে? প্রশ্ন নেটজনতার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর