এদেশে বাঁচতে হলে জয় শ্রী রাম বলতে হবে: বললেন তসলিমা নাসরিন

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন। বিতর্কিত লেখার জন্য গত ২৫ বছর নির্বাসিত রয়েছেন নিজের মাতৃভূমি বাংলাদেশ থেকে। তিনি বরাবর নিজের বক্তব্য ফেসবুকের মাধ্যমে প্রকাশ করে থাকে। সমাজের রাজনৈতিক প্রেক্ষাপট নির্দ্বিধায় ব্যাখ্যা করে নিজের মন্তব্যের মাধ্যমে। এবারও সেরকমই মন্তব্য প্রকাশ করেছেন। হুবহু তুলে ধরা হলো তার ফেসবুক থেকে পোস্ট করা এরকম মন্তব্য।

taslima nasrin 759 4

“সেদিন আমার এক দিল্লিবাসী বৌদ্ধ বন্ধু রাহুল বড়ুয়া আমাকে ফোন করে আমি কেমন আছি কিছু না জিজ্ঞেস করেই বললেন, জয় শ্রী রাম।

কী ব্যাপার। জয় শ্রী রাম বলছেন কেন? কী হয়েছে?

এদেশে বাঁচতে হলে জয় শ্রী রাম বলতে হবে। আপনিও জয় শ্রী রাম বলা রপ্ত করে নিন।

আমার শিরদাঁড়া বেয়ে ঠাণ্ডা একটা ভয় নামতে নামতে সারা শরীরে ছড়িয়ে পড়লো। মনে হচ্ছিল কেউ যেন বলছে, আল্লাহু আকবর বলাটা রপ্ত করে নাও বা কলেমাগুলো মুখস্ত করে নাও, তা না হলে বাঁচার উপায় নেই।

আমি মানুষটা আশাবাদী। স্বপ্নের ওপর বাঁচি। এইসব কালো দিন একদিন ধুয়ে মুছে যাবে। মানুষ প্রজাতিটা পশুদের কাছ থেকে ভালো হওয়া শিখবে।একদিন সত্যি সত্যি ভালো হবে। ভালোদের কোনও ধর্ম বর্ণ থাকে না, জাত ফাত থাকে না।”

সম্পর্কিত খবর