মুসলমান নয়, ‘হিপোক্রিট সুমন’! ‘বিছানায় সক্ষম’ মন্তব্যে শিল্পীর উপরে ক্ষেপে লাল তসলিমা

বাংলাহান্ট ডেস্ক: রেগে আগুন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। প্রবীণ সঙ্গীতশিল্পী কবীর সুমনের (Kabir Suman) সাম্প্রতিক মন্তব্যে খাপ্পা হয়ে উঠেছেন তিনি। শিল্পীর জন্মদিনেই তাঁর উদ্দেশে চোখা চোখা বাক্যবাণ ছুঁড়েছেন লেখিকা। এমনকি তাঁকে ‘হিপোক্রিট সুমন’ বলেও ক্ষোভ উগরে দিয়েছেন তসলিমা।

বরাবরই স্পষ্ট কথা বলেন তসলিমা। তাঁর লেখনীর মতো কথার ধারও তীক্ষ্ণ। এর জন্য বহুবার বিপদে পড়েছেন তিনি। দেখা দিয়েছে প্রাণ সংশয়ও। কিন্তু তসলিমা থামেননি। বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নেন তিনি। কিন্তু হঠাৎ কবীর সুমনের উপরে তাঁর ক্ষোভের কারণটা কী?

taslima nasrin post

সব কিছুর সূত্রপাত এক সাক্ষাৎকার থেকে। সেখানে বছর ৭৫-এর কবীর সুমন বলেন, তাঁর বয়স হয়েছে। রাতে ঘুম হয় না ভাল। কিন্তু এখনো তিনি বিছানায় সক্ষম। সেই সঙ্গে এই বয়সেও নিজের অফুরন্ত এনার্জির উৎস হিসাবে সুমন বলেন, ‘কাম, মুক্ত কাম! যেখানে অশ্লীলতাই সব।’

শিল্পীর এহেন মন্তব্যেই চটেছেন তসলিমা। একটি বড়সড় পোস্টে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘এই সুমনকে আমি ‘মুসলমান সুমন’ বলি না, এই সুমনকে আমি ‘হিপোক্রেট সুমন’ বলি। আমি বিশ্বাস করি না এই সুমন আল্লাহ রসুল নামাজ রোজায় বিশ্বাস করেন। এই সুমন স্বার্থের জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। যদি দেখেন আঘোরি বা নাঙ্গা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে, বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তিনি তাই করবেন।’

তসলিমার প্রশ্ন, ‘মানুষটার আদর্শ বলে কোনওকালে কিছু কি ছিল? আমার সন্দেহ হয়। একসময় নাকি বামপন্থী ছিলেন। বামপন্থী যদি সত্যি হতেন, এত সহজে তৃণমূলী হতেন না। তাঁর নাকি গাড়ি নেই। অনেকে এমন কথা বলে প্রমাণ করতে চান তাঁরা খুব সৎ মানুষ। অনেক অসৎ লোকের কিন্তু গাড়ি থাকে না, আবার অনেক সৎ লোকেরও গাড়ি থাকে। গাড়ি না থাকা সততার কোনও প্রমাণ হয়।’

শেষে তসলিমার উপলব্ধি, ‘আমার আজ মনে হয়, যে অসাধারণ গানগুলো তিনি লিখেছিলেন, গেয়েছিলেন, সেই গানের কথাগুলো তিনি তখনও বিশ্বাস করতেন না, এখনও বিশ্বাস করেন না। গানের ক্ষেত্রে যেমন তাঁর প্রতিভার তুলনা হয় না, ভণ্ডামোর ক্ষেত্রেও তাঁর প্রতিভার তুলনা হয় না।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর