বাংলাদেশে প্রেম-যৌনতা ‘অপরাধ’, পরীমণি-সাকলায়েন প্রসঙ্গে বিষ্ফোরক তসলিমা

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশি বিনোদন জগতে চর্চার কেন্দ্রে এখন একটাই নাম, পরীমণি (porimoni)। বাড়িতে বেআইনি মদ ও মাদক দ্রব‍্য রাখার ‘অপরাধে’ র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। তাঁর সঙ্গে নাম জড়িয়ে বিপদে পড়েছেন বাংলাদেশের গুলশন বিভাগের এডিসি গোলাম মহম্মদ সাকলায়েন। পরীমণির সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’এর কথা ফাঁস হয়ে যাওয়াতে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে।

মাত্র কিছুদিন আগেই পরীমণির গ্রেফতারির পর তাঁর পক্ষ নিয়ে সুর চড়িয়েছিলেন প্রখ‍্যাত লেখিকা তসলিমা নাসরিন (taslima nasrin)। এবারেও তার অন‍্যথা হল না। নারী স্বাধীনতা নিয়ে চিরকালীন সরব তসলিমার মতে প্রেম, যৌনতা বাংলাদেশে ‘অপরাধ’ বলে গণ‍্য হয়।

tasleema nasreen 1459021752

তিনি লিখেছেন, ‘পুলিশের এক কর্মকর্তা এক সুন্দরী নায়িকার প্রেমে পড়েছেন বলে অফিসিয়ালি শাস্তি পাচ্ছেন।  প্রেমের চেয়ে  ভয়াবহ অপরাধ এখন আর কিছু নেই বাংলাদেশে। যৌনতার মতো নিকৃষ্ট জিনিসও আর কিছু নেই। তালিবানি রাজত্বের জন্য দেশটা অনেকদিন থেকেই  একটু একটু করে তৈরি হয়েছে। এখন শুধু বাকি আছে সব মেয়ের গায়ে বাধ্যতামূলত বোরখা চড়ানো। আর প্রেম ভালোবাসার  কোনও গন্ধ পেলে মেয়েকে মাটিতে অর্ধেক পুঁতে পাথর ছুঁড়ে মেরে ফেলা।’

পাশাপাশি বাংলাদেশের সংবাদ মাধ‍্যমকেও কটাক্ষ করতে ছাড়েননি তসলিমা। তাঁর কথায়, ‘বাংলাদেশ চালায় মিডিয়া। মিডিয়া যদি বলে এই মেয়েটা খারাপ, তাহলে লক্ষ কোটি ব্রেনলেস দু’পেয়ে জীবের কাছে সে খারাপ। মিডিয়া যদি বলে ওই পুরুষটা  ভালো, তাহলে লক্ষ কোটি ব্রেনলেস দু’পেয়ে জীবের কাছে সে ভালো। ব্রেনলেসদের যুক্তি বুদ্ধি থাকে না, বিচার বিবেচনা থাকে না। এরা হলো ভেড়ার মতো।’

IMG 20210808 125407 1
গত মাসেই ব‍্যবসায়ী নাসিরুদ্দিনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন পরীমণি। তুরাগতীরের বোট ক্লাবে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে, এমনটাই দাবি ছিল পরীমণির। সেই মামলার তদন্তের নেতৃত্বে ছিলেন সাকলায়েন। শোনা যাচ্ছে তখন থেকেই দুজনের প্রেমের সূত্রপাত।

এরপর মাদক মামলায় র‍্যাবের হাতে পরীমণি গ্রেফতার হলে ফাঁস হয়ে যায় দুজনের প্রেম কাহিনি। উপরন্তু পরীমণি সাকলায়েনের একটি সিসিটিভি ফুটেজও ফাঁস হয়েছে যাতে আরো বিপাকে পড়েছেন ADC। ফুটেজে দেখা গিয়েছে গত ১ অগাস্ট সকাল আটটা নাগাদ রাজাবাগ অফিসার্স কলোনির মধুমতি ভবনের সামনে একটি সাদা গাড়ি এসে দাঁড়ায়। সে গাড়ি থেকে নেমে একসঙ্গে ভবনে ঢোকেন দুজনে। বেশ কিছুক্ষণ সময় কাটান তাঁরা। পরীমণির গাড়িচালকও সাক্ষী দিয়েছেন এই ব‍্যাপারে। এরপরেই সাকলায়েনকে বদলি করা হয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর