ফোর্ডের ব্যবসা কিনে নিল টাটা! কর্মচারী এবং গ্রাহক উভয়ের জন্যই সুখবর

বাংলা হান্ট ডেস্ক: দেশের সবথেকে বৃহত্তম প্যাসেঞ্জার ইলেকট্রিক ভেহিক্যাল কোম্পানি টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড (Tata Passenger Electric Mobility Limited) গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আমেরিকান গাড়ি প্রস্ততকারী সংস্থা ফোর্ডের (Ford) ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের অধিগ্রহণ সম্পন্ন করেছে। এই প্ল্যান্টটি গুজরাটের সানন্দে অবস্থিত। এই প্রসঙ্গে বম্বে স্টক এক্সচেঞ্জকে (BSE) দেওয়া তথ্যে সংস্থাটি জানিয়েছে যে, তারা সানন্দে স্থিত সম্পত্তি, ভিএম প্ল্যান্ট এবং যন্ত্রপাতি অধিগ্রহণের জন্য লেনদেন সম্পন্ন করেছে।

এমতাবস্থায়, ফোর্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেই সমস্ত কর্মচারী যাঁরা এই অধিগ্রহণকে স্বীকার করেছেন তাঁরা গত মঙ্গলবার থেকেই টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের কর্মচারী হিসেবে বিবেচিত হয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, অধিগ্রহণের পরও এই কর্মচারীরা ফোর্ডে কাজ করার সময় যে সমস্ত সুযোগ-সুবিধা পেতেন তা অব্যাহত থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, টাটা মোটরসের ইউনিট টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড সানন্দের এই প্ল্যান্টটি অধিগ্রহণ করতে ৭২৫.৭ কোটি টাকার বিনিয়োগ করেছে।

প্রতি বছর ৪.২০ লক্ষ বৈদ্যুতিক গাড়ি তৈরি করা হবে: দেশ তথা বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদার কারণে, টাটা মোটরসও এখন বৈদ্যুতিক যানবাহনের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় অটোমোটিভ বাজারে এই সেগমেন্টে টাটার একটি বড় অংশীদারিত্ব রয়েছে। এমতাবস্থায়, ফোর্ডের এই প্ল্যান্ট অধিগ্রহণের সাথে সাথে কোম্পানিটি তার বার্ষিক উৎপাদন ক্ষমতা তিন লক্ষ ইউনিটে বৃদ্ধি করতে চাইছে। যা পরবর্তীকালে আবার ৪.২০ লক্ষ ইউনিটে বৃদ্ধি করা সম্ভব।

শীঘ্রই একাধিক বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে সংস্থা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটা মোটরস বর্তমানে Nexon EV, Tigor EV এবং সম্প্রতি লঞ্চ হওয়া Tiago EV-র মত বৈদ্যুতিক মডেলগুলিকে বিক্রি করে। পাশাপাশি, অটো এক্সপো ২০২৩-এ, সংস্থাটি নিশ্চিত করেছে যে, তারা তাদের অন্যান্য গাড়িগুলির ক্ষেত্রেও বৈদ্যুতিক মডেল আনবে। এক্সপোতে প্রদর্শিত EV ভার্সানের তালিকায় সাফারি, হ্যারিয়ার, পাঞ্চের পাশাপাশি অ্যালট্রোজ ​​অন্তর্ভুক্ত রয়েছে।

whatsapp image 2023 01 11 at 12.57.35 pm

EV সেগমেন্টে একমাত্র বড় খেলোয়াড় হল টাটা: প্রসঙ্গত উল্লেখ্য যে, বৈদ্যুতিক গাড়ি বিভাগে টাটা মোটরসের একটি বড় অংশীদারিত্ব রয়েছে। এমনকি, এই ক্ষেত্রে দেশে তার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। Maruti Suzuki-র কাছ থেকে ২০২৫-এর আগে EV পাওয়ার সম্ভাবনা নেই। অপরদিকে, Hyundai এবং Kia Motors-এর মত অন্যান্য সংস্থাগুলির ৪০ বা ৫০ লক্ষেরও বেশি দামের বৈদ্যুতিক গাড়ির মডেল রয়েছে। তবে, MG Motor এবং Citroen সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করার ঘোষণা জানিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর