নেক্সনের দামেই নিয়ে যান মারুতি আর কিয়ার দূর্দান্ত মডেল! বাম্পার অফার দিচ্ছে কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে Tata Nexon এর বিপুল ক্রেজ রয়েছে। মাত্র অল্প সময়েই ব্যপক বিক্রি হয়েছে টাটা মোটরসের এই গাড়ি। এতদিন গাড়িটির কেবল EV এবং পেট্রোল সংস্করণই বাজারে উপলব্ধ ছিল। তবে এবার Nexon এর সিএনজি ভ্যারিয়েন্ট বাজারে আসতে চলেছে। আগামী ২৭ জুন গাড়িটি বাজারে লঞ্চ হবে। টাটা নেক্সনকে এক্ষেত্রে লড়তে হবে মারুতি ব্রেজা, হুন্ডাই ভেন্যু, কিয়া সোনেটের সাথে।

কম্প্যাক্ট SUV সেগমেন্টে বেশ শক্তিশালী লুক নিয়ে আসে নেক্সন। সামনের লুক যেমন বেশ সাহসী তেমনই পেশীবহুল। সাধারণ হ্যাচব্যাকের তুলনায় এই বাহনের টায়ারের আকার যেমন বড় তেমনই গাড়ির কেবিনেও রয়েছে বেশ বড় জায়গা। উল্লেখ্য এই সেগমেন্টে CNG গাড়ির চাহিদা অনেকটাই বেশি। তাই Nexon এরও CNG সংস্করণ লঞ্চ করেছে টাটা মোটরস।

আরও পড়ুন:‘আমার মধ্যে …’, রামায়ণে সীতা হচ্ছেন কাঁচা বাদাম গার্ল! বড় পর্দায় অভিষেক নিয়ে মুখ খুললেন অঞ্জলি

টাটা মোটরসের বিক্রি লক্ষ্য করলে দেখা যাবে টাটা পাঞ্চ মার্চ 2024-এ সর্বাধিক 17,547 ইউনিট গাড়ি বিক্রি করেছে। এক মাসের মধ্যে টাটা নেক্সনের মোট 14,058 ইউনিট গাড়ি বিক্রি হয়। টাটা পাঞ্চের নতুন CNG সংস্করণটির চাহিদা দারুণ। পাঞ্চের তুলনায় নেক্সনে Nexon গাড়িতে রয়েছে অনেক বেশি শক্তিশালী ইঞ্জিন। সেখানে থাকছে 1199 সিসি ইঞ্জিন।

আরও পড়ুন:স্ত্রীর অত্যাচারে প্রাণ ওষ্ঠাগত! সিগারেটের ছ্যাঁকা দিয়ে স্বামীর যৌনাঙ্গ পুড়িয়ে দিলেন বেগম

Nexon গাড়িটির প্রারম্ভিক মূল্য শুরু হচ্ছে 9.33 লক্ষ টাকা এক্স-শোরুম থেকে। পেট্রোল মডেলে 17.01 kmpl থেকে CNG মডেলে 24.08km/kg পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে। একই সাথে গাড়িতে ম্যানুয়াল এবং অটোম্যাটিক, উভয় ট্রান্সমিশনের সাথেই পাওয়া যাবে টাটা পাঞ্চ। নেক্সনের বড় প্রতিদ্বন্দ্বী Brezza, সেখানে 1462 সিসির ইঞ্জিন রয়েছে এবং গাড়িটির দাম পড়বে 9.55 লক্ষ টাকা।

আরও পড়ুন:‘পাকিস্তান চুড়ি পরে বসে নেই, ওদের কাছে …’PoK নিয়ে রাজনাথকে কড়া হুঁশিয়ারি ফারুকের

SUVs 1710311555132 1710311561457

মারুতি ব্রেজায় 360 ডিগ্রি ক্যামেরা : Maruti Suzuki-র Brezza এর একটি 1462 cc সলিড ইঞ্জিন রয়েছে। এই গাড়িটির প্রারম্ভিক মূল্য প্রায় 9.55 লক্ষ টাকা। এটি একটি 5 সিটার গাড়ি এবং এতে ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় উভয় ট্রান্সমিশন রয়েছে। নিরাপত্তার জন্য এতে রয়েছে 360 ডিগ্রি ক্যামেরা।

আরও পড়ুন:নুপূর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদীকে হত্যার ছক! গ্রেফতার মৌলবীর মোবাইলে বিরাট রহস্য

কিয়া-তে 392 রয়েছে লিটারের বড় বুট স্পেস : Kia Sonet মূলত একটি ফ্যামিলি কার, এতে লাগেজ রাখার জন্য 392 লিটারের একটি বড় বুট স্পেস রয়েছে। নিরাপত্তার জন্য গাড়িটিতে একটি ড্যাশক্যাম এবং ক্যামেরা দেওয়া হয়েছে। গাড়িটির প্রারম্ভিক মূল্য 9.13 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর