হিন্দুদের ধার্মিক অনুভুতিতে আঘাত দিয়েছেন সায়নি ঘোষ, অভিযোগ তুলে FIR দায়ের করলেন তথাগত রায়

বাইকে চেপে জয় শ্রী রাম বলা বাংলার সংস্কৃতি নয় এই নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। কোনটা বাংলার সংস্কৃতি আর কোনটা নয় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা মেলে জোর বিতর্ক। ছেড়ে কথা বলেননি বিজেপি নেতা তথাগত রায়। দ্বন্দ বাড়তেই উঠে আসে সায়নি ঘোষের ( Saayoni Ghosh) পুরানো টুইট এর প্রসঙ্গ।

তথাগত রায় তার এক টুইটে লেখেন, আপনি শিবলিঙ্গের মাথায় কনডম পরানো দেখিয়েছেন। আমি সহ সমস্ত হিন্দুরা শিবলিঙ্গকে পবিত্র হিসেবে দেখি। আপনি হিন্দুদের ধার্মিক অনুভূতিতে আঘাত দিয়েছেন। এ অভিযোগ তুলে FIR দায়ের করেছেন তথাগত রায়। রবীন্দ্র সরোবর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। লক্ষণীয় বিষয়, যে পোস্টের উপর বিতর্ক তৈরি হয়েছে তা ২০১৫ সালের পোস্ট।

তথাগত রায় নিজেই FIR এর ছবি শেয়ার করেছেন। তথাগত রায় তার টুইটে সায়নি ঘোষকে ট্যাগ করে লিখেছেন, গুয়াহাটি  এর একজন আপনার উপর FIR  দায়ের করেবেন। আপনার পোস্ট উনার ধার্মিক অনুভুতিতে আহত করেছে। তথাগত রায় বলেছেন, আশা করছি আসাম পুলিশ আপনাকে খুব শীঘ্রই রিমান্ডে নেবে। বাঙ্গালুরুর একজন বাক্তি সায়নি ঘোষের উপর FIR করছেন বলেও জানিয়েছেন বিজেপি নেতা।

সায়নি ঘোষের পোস্টের উপর শুধু তথাগত রায় নন, বহু সাধারন মানুষও আক্রোশ প্রকাশ করেছেন অভিনেত্রীর উপর। অন্য ধর্মের বেলা সন্মান দেখালেও হিন্দুদের দেবতাকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন কেন তাই নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

সম্পর্কিত খবর