এবার জল্পনা বাড়ালেন তথাগত, ট্যুইট করে বিজেপিকে বিদায় জানালেন প্রাক্তন রাজ্য সভাপতি

বাংলাহান্ট ডেস্কঃ বরাবরই দলে থেকে দলীয় নেতৃত্বদেরকেই আক্রমণ করে এসেছেন বর্ষীয়ান বিজেপি (bjp) নেতা তথাগত রায় (Tathagata Roy)। কখনও রাজ্য নেতৃত্ব, তো আবার কখনও শীর্ষ নেতৃত্ব। সর্বদাই তাঁর মুখে শোনা গিয়েছে দলের বিরুদ্ধাচারণ। আর এই কাজের জন্য কম সমালোচিতও হননি তিনি।

সর্বদা চুপচাপ থাকলেও, কিছুদিন আগেই তথাগত রায়ের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ‘লজ্জা লাগলে’ তাঁকে দল ছাড়ার পরামর্শও দিয়েছিলেন দিলীপ ঘোষ। পরবর্তীতে তথাগত রায় কটাক্ষ করে বলেছিলেন, ‘দিলীপ ঘোষের মত মানুষের পক্ষে সবকিছু বোঝা সম্ভব নয়’।

tathagata roy

সম্প্রতি আবার, নিজের ট্যুইটার হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, ‘সাধারণ একটি তথ্যঃ আমার প্রোফাইলের বায়োতে ছোট্ট একটু বদল করেছি। আগে যেখানে ‘ছবিতে দেখা যাচ্ছে আইকনিক রবীন্দ্র সেতু’ লেখা ছিল, এখন সেখানে একটু বদল করে ‘সম্প্রতি হুইসেলব্লোয়ার’ লেখা হয়েছে’।

তিনি আরও লেখেন, ‘সেখানে আমি ”বিজেপি” শব্দটি রেখেছি। নাহলে যদি আবার লোকেরা অন্য কিছু ভেবে বসেন’। তথাগত রায়ের এই পোস্ট নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল বঙ্গ রাজনৈতিক মহলে। কানা ঘুষো শোনা যাচ্ছিল, তাহলে কি এবার বিজেপি ছাড়তে চলেছেন তথাগত রায়? সেই জল্পনায় নিজেই জল ঢেলে দল ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি।

তবে এবার স্যোশাল মিডিয়ায় তাঁর করা একটি পোস্ট নিয়ে হইচই পড়ে গেল রাজনৈতিক মহলে। ট্যুইটারে তিনি লেখেন, ‘কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’

বর্ষীয়ান বিজেপি নেতার এই পোস্ট ঘিরে ফের শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। তবে কি এবার ৩১ বছরের সম্পর্ক ভেঙে বিজেপি ছেড়ে চলে যাবেন তথাগত রায়?

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর