কর বাকি খোদ মেয়রের! ট্যাক্স পদ্ধতিটাই বদলে ফেললেন বিভ্রান্ত ফিরহাদ হাকিম

বাংলাহান্ট ডেস্ক : কর দেওয়া নিয়ে নিজেই বিভ্রান্ত মেয়র। তাই এবার শহরবাসীর জন্য বড় ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। এতদিন কলকাতা পুরসভার অন্তর্গত সম্পত্তির মালিকদের কাছে ধাপে ধাপে যেত সম্পত্তি করের বিল। ব্যাপারটি অত্যন্ত গোলমেলে বলে দাবি করে এদিন ফিরহাদ হাকিম জানালেন এবার থেকে এক সঙ্গে যাবে সমস্ত বিল।

এতদিন অবধি বিভিন্ন করের বিল আলাদা আলদা করে পাঠানো হত সম্পত্তি মালিকদের বাড়িতে। সাপ্লিমেন্টরি আউটস্ট্যান্ডিং বিল, লেটার অফ ইনডেন্ট, পিরিয়ডিক ডিমান্ডস ইত্যাদি বিল এক এক করর বাড়িতে পৌছালে কার্যতই বিভ্রান্ত হয়ে যেতেন মানুষ। অনেকেই ভাবতেন একটি বিলের টাকা জমা দিলেই সমস্ত বকেয়া টাকা চুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আদপে হত না তা। ফলে বাকি পড়ত বিপুল অঙ্কের করের টাকা।

এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতাও জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘সাধারণ মানুষ তো বুঝতেই পারে না এত ভাগে বিল আসে কেন! আমি নিজেও বুঝতে পারতাম না। আমাকে একদিন বলা হল আমার কর বাকি। আমি টাকা দিলাম। এরপর দেখালো সব ট্যাক্স মিটিয়ে দিয়েছি। কিন্তু কিছুদিন পর আবারও দেখি কর বাকি রয়েছে৷ কলকাতার মেয়র হয়ে আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছিলাম যে রোজ রোজ কীভাবে আলাদা আলাদা করের বিল আসতে পারে। এরপর আমি কমিশনারকে বললাম। ‘ তিনি আরও বলেন, ‘নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এবার থেকে একটাই বিল আসবে। এতে মানুষ আর বিভ্রান্ত হবেন না।’

760922 firhad hakim

সম্প্রতি আর্থিক টানাটানি চলছে কলকাতা পুরসভার। ভাড়ার শুন্য। মাস খানেক আগে একথা জানিয়েছিলেন মেয়র নিজেই। তিনি বলেছিলেন ‘কলকাতা পুরসভার আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই নতুন কোনো প্রকল্পের কাজই শুরু করা যাচ্ছে না।’ এই সমস্যার সমাধানের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এবার শহরবাসীর বকেয়া করের টাকা উদ্ধারে এই নয়া পন্থাই নিল কলকাতা পুরসভা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর