ED- র তলবের পরেই উধাও সায়নী ঘোষ! কোথায় আছেন মেয়ে? উত্তর দিলেন নেত্রীর বাবা

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আতসকাঁচের নীচে এবার অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। গতকাল শিক্ষক কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সায়নীকে নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল বঙ্গজুড়ে। তবে যাকে নিয়ে এত হইচই তিঁনি বর্তমানে কই?

ইডির নোটিসের পর কোথাও, কোনও জায়গাতেই দেখা যায়নি তৃণমূল নেত্রীকে। তাঁকে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোনও সাড়া মেলেনি। আজ সকালে সায়নীর বিক্রমগড়ের বাড়িতে গিয়ে তাঁর দেখা পাওয়া যায়নি ঠিকই তবে নেত্রীর পরিবারের সদস্যরা এই নিয়ে মুখ খোলেন।

বুধবার সকাল সকাল সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সায়নীর বাড়ির বেল বাজালেও কেউ দরজা খোলে নি। পরে বাড়ির বারান্দায় সায়নীর বাবা জানান, মেয়ে বাড়িতে নেই। কোথায় গিয়েছেন সায়নী? এর উত্তর না দিয়ে নেত্রীর বাবা বলেন সকাল সাড়ে ৮টায় বেরিয়ে গিয়েছে। সায়নীকে ইডির তলব বিষয়ে প্রশ্ন করা হলে তিঁনি বলেন, “এই নিয়ে আমার কিছু বলার নেই।” এই বলেই ভেতরে চলে যান।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলীর তৃণমূল যুবনেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সায়নীকে তলব করা হয়েছে। কুন্তলের সম্পত্তির তদন্ত করতে গিয়েই সায়নীর নাম সামনে আসে বলে সূত্রের খবর। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে সায়নীকে।

sayooni gg

লেনদেন এমনকি সম্পত্তি কেনাবেচাতেও সায়নীর নাম উঠে এসেছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এই সমস্ত বিষয়ে বিশদে জানতেই সায়নীকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, এর আগে কুন্তল ঘোষের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে সায়নীকে। এই নিয়ে বেশ চর্চাও হয়। যদিও তখন সায়নী জানিয়েছিলেন, তাঁরা দুজনেই তৃণমূল করেন তাই এক মঞ্চে থাকতেই পারেন। তবে এবার অভিনেত্রীকে তলব করল ইডি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর