IPL চলাকালীনই ঘোষিত হলো ভারতের WTC ফাইনালের স্কোয়াড! দলে ফিরলেন এই তারকা ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL 2023) চলাকালীনই ঘোষিত হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) জন্য নির্ধারিত ভারতীয় স্কোয়াড। জুন মাসের ৭ তারিখে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs England) টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার ফাইনাল খেলতে নামবে ভারতীয় দল (Team India)। গতবার লর্ডসে নিউজিল্যান্ডের কাছে হেরে বিরাট কোহলির ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার রোহিত শর্মার ভারতীয় দলের সঙ্গে সুযোগ রয়েছে সেই আফসোস মিটিয়ে দেওয়ার।

এই বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ৩ স্পিনার ও ৫ পেসার নিয়ে ইংল্যান্ড উড়ে যাবে ভারত। কোনও অতিরিক্ত উইকেটরক্ষক থাকছে না স্কোয়াডে। শ্রীকর ভরতের ওপরেই দায়িত্ব থাকছে উইকেট রক্ষণের। প্রত্যাশা মতই শ্রেয়স আইয়ার এবং যশপ্রীত বুমরা এই স্কোয়াডের অংশ নন।

তবে এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক হল অজিঙ্কা রাহানের ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন। ধারাবাহিকতার অভাবের কারনে গত বছর ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে এবং আইপিএলে অসাধারণ সাহসী ব্যাটিংয়ের ঝলক দেখিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে তার অতীতের রেকর্ড অবশ্য খুব একটা ভালো নয়। তাও নিজেকে পুনরায় প্রমাণ করার একটা সুযোগ পেলেন তিনি।

test rahane

কিছুদিন আগেই ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ২-১ ফলে হারালেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়াইটা হবে একেবারেই আলাদা। ইংল্যান্ডের পিচে তরতাজা স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সদের কিভাবে সামলাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা সেটা নিয়ে অনেকেরই চিন্তা থাকছে।

ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক)
শুভমান গিল
চেতেশ্বর পূজারা
বিরাট কোহলি
অজিঙ্কা রাহানে
লোকেশ রাহুল
শ্রীকর ভারত (উইকেটরক্ষক)
রবিচন্দ্রন অশ্বিন
রবীন্দ্র জাদেজা
অক্ষর প্যাটেল
শার্দুল ঠাকুর
মহম্মদ শামি
মহম্মদ সিরাজ
উমেশ যাদব
জয়দেব উনদকাট

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর