শুধু বাংলাদেশ বা পাকিস্তান নয়, এই পরিসংখ্যান দেখে বিশ্বকাপের সব দল ভয় পাচ্ছে কোহলির ভারতকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) যখন বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে এশিয়া কাপ বা অন্যান্য দ্বিপাক্ষিক টুর্নামেন্ট খেলছিল তখন তাদের একটি বড় সমস্যা ছিল। দেখা যাচ্ছিল যে ফিল্ডিং করার সময় একাধিক ভুল করছে ভারতীয় দল। গোটা এশিয়া কাপটা তাদের এই সমস্যায় ভুগতে হয়েছিল। কিন্তু বিশ্বকাপে সেই অবস্থার পুরোপুরি পরিবর্তন ঘটে গিয়েছে। আর যার হাত ধরে এই পরিবর্তন ঘটেছে তিনি হলেন বিরাট কোহলি (Virat Kohli)।

বিশ্বকাপের প্রথম তিন রাউন্ডের পর ক্যাচিং দক্ষতা নিয়ে ক্রিকেটারদের ও দেশগুলির একটি করে তালিকা প্রকাশ করেছে আইসিসি (ICC)। আর বিশ্বকাপের এই প্রাথমিক পর্যায়ে সেই তালিকায় ক্রিকেটার হিসেবে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। পেছনে ফেলে দিয়েছেন ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জো রুটের মতো ফিল্ডারদের।

আর বিরাট কোহলি একাই এমন ভারতীয় নন যিনি এই তালিকায় প্রথম দশে রয়েছেন। তবে আশ্চর্যের ব্যাপার হল ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ফেল্ডার রবীন্দ্র জাদেজা এই তালিকায় প্রথম দশে আপাতত জায়গা করে নিতে পারেননি। ভারত থেকে দ্বিতীয় যে ব্যক্তি এই তালিকায় রয়েছেন তিনি হলেন আপাতত উইকেটরক্ষণের বদলে ভারতের বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে ফিল্ডিং করতে থাকা ঈশান কিষাণ। ভারতের পাশাপাশি এই তালিকায় দুজন করে রয়েছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের ক্রিকেটার। পাকিস্তানের ফিল্ডিং এর ইতিহাসের দিক দিয়ে বিচার করলে দেখা যাবে তাতে এটা বেশ আশ্চর্যজনক ব্যাপার।

বিশ্বকাপে সবচেয়ে নিখুঁত ফিল্ডারদের ক্রমতালিকা:

◆ বিরাট কোহলি
◆ জো রুট
◆ ডেভিড ওয়ার্নার
◆ ডেভন কনওয়ে
◆ শাদাব খান
◆ গ্লেন ম্যাক্সওয়েল
◆ রহমত শাহ
◆ মিচেল স্যান্টনার
◆ ফখর জামান
◆ ঈশান কিষাণ

gill kohli wc

এবার আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপাতত বিশ্বকাপে প্রথম তিন রাউন্ডের পর সবচেয়ে নিখুঁত ক্যাচ ধরেছে এমন দেশগুলির তালিকা। মজার ব্যাপার হলো ভারত এবং পাকিস্তান দুই দলই এই তালিকায় উপরের দিকে রয়েছে।

আরও পড়ুন: মাথায় আকাশ ভাঙলো রোহিত শর্মার! বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বাবরের চেয়েও খারাপ অবস্থা হিটম্যানের

বিশ্বকাপে আপাতত ক্যাচের দিক দিয়ে সবচেয়ে নিখুঁত দলগুলির তালিকা:

১. ভারত (৯৩% নিখুঁত)
২. নেদারল্যান্ডস (৮৪% নিখুঁত)
৩. পাকিস্তান (৮২% নিখুঁত)
৪. ইংল্যান্ড (৮১% নিখুঁত)

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর