অজিদের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামার আগে ধাক্কা BCCI-এর! আর পাশে নেই বহুদিনের ভরসা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র ১ সপ্তাহ। তারপরেই ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে আরম্ভ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব দখলের লড়াই। ৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে দুই দল এই শিরোপা দখলের লড়াইয়ে মুখোমুখি হবে। সেই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে অনেক আগে থেকেই। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Team India) কিছুদিন আগেই দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪ ম্যাচের বর্ডার-গাভাস্কর সিরিজে হারিয়েছে। তবে সেই সিরিজ এবং ফাইনালের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

তবে সেই গুরুত্বপূর্ণ ফাইনাল খেলতে নামার আগে মাঠের বাইরে একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। আপাতত ভারতীয় দলের সঙ্গে জড়িত প্রত্যেকেরই আইপিএল খেলে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। পুরোদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি শিবির। স্টার্ক, হ্যাজেলউডদের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চায় না রোহিত, বিরাটরা।

তবে যে সমস্যাটি রয়েছে সেটি নিয়ে বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো তারকাদের কিছু করার নেই। এই ফাইনালে নতুন ধরণের জার্সি গায়ে দিয়ে মাঠে নামবে ভারত। ইতিমধ্যেই নতুন যে প্রস্তুতি কীটগুলি সামনে এসেছে সেগুলি দেখেই মুগ্ধ ভারতের ক্রিকেটপ্রেমীরা। আর সেই জার্সির প্রস্তুতের দায়িত্বে রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাডিডাস।

এতদিন ধরে ভারতের স্পন্সরের দায়িত্ব ছিল বাইজুস। অতি সম্প্রতি তাদের সঙ্গে যুক্ত সমাপ্ত হয়েছে বিসিসিআইয়ের। আর্থিক সমস্যার অজুহাত দেখিয়ে তারা এই চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে চলতি বছরের নভেম্বর অবধি চুক্তি থাকলেও সেই চুক্তি মার্চ মাসেই শেষ করে দিয়েছে সংস্থাটি। এছাড়া এমপিএল এবং কিলার জিন্সের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি সমাপ্ত হয়ে গিয়েছে।

বিসিসিআই, বাইজুসের সঙ্গে হওয়া গন্ডগোলের আর পুনরাবৃত্তি চাইছে না। তাই নতুন সংস্থা যত বড় নামই হোক না কেন তাদের সঙ্গে বুঝে শুনে চুক্তির ব্যাপারে এগোতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে চুক্তি এখনো সম্পূর্ণ হয়নি বলেই শোনা যাচ্ছে এবং এর জন্য হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন স্পন্সরের নাম ছাড়াই মাঠে নামতে হতে পারে বিরাট কোহলিদের। তবে তা জার্সির সৌন্দর্যে খুব একটা বড় প্রভাব ফেলবে এমনটা মনে করছেন না কেউ এই কারণ আইসিসি শুধুমাত্র জার্সির দুটি হাতায় কোন সংস্থার বিজ্ঞাপন বসানোর অনুমতি দিয়েছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর