১০ বছর ধরে বুকে জ্বলছে আগুন! আজ কি ভারতকে লজ্জার হাত থেকে মুক্তি দিতে পারবেন কোহলিরা?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজকের দিনটা চলতি বিশ্বকাপের (2023 ODI World Cup) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আজকের ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ম্যাচে দুটি বড় ঘটনা ঘটতে পারে। দ্বিতীয় ঘটনাটিতে পড়ে আসা যাবে, আপাতত প্রথম সম্ভাবনাটি নিয়ে আলোচনা করা হচ্ছে। গতবার নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপ জেতার পর আজ রোহিতের (Rohit Sharma) ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে হারলে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড (England Cricket Team) পয়েন্টস টেবিলের তলানিতে থেকে এই বিশ্বকাপে যাত্রা শেষ করবে এমন সম্ভাবনা অনেকটাই দৃঢ় হবে। আর এটা হওয়া একেবারেই অসম্ভব নয়।

ভারতীয় দল এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছে। পরপর ম্যাচ জিতে তারা আত্মবিশ্বাসও বাড়িয়ে নিয়েছে অনেকটা। হার্দিক পান্ডিয়া হয়তো দলে থাকছেন না চোটের কারণে, কিন্তু তাতে ভারতের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই সমানতালে পারফরম্যান্স করে চলেছে।

team happy india

অপরদিকে নিজেদের শেষ ম্যাচে বিশ্রী ভাবে শ্রীলঙ্কার কাছে হেরেছে ইংল্যান্ড। দলে একাধিক পরিবর্তন করেও সমস্যা কাটেনি। তবে লখনৌয়ের পিচে আজ ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেন লেগস্পিনার আদিল রশিদ। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং কতটা লড়াই করতে পারবে সেই নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপের পরেই অবসর নেবেন টিম ইন্ডিয়ার ৪ তারকা! একজন আবার রোহিতের প্রিয়

লখনৌয়ের পিচ স্পিনারদের এমনিতে বাড়তে সুবিধা দিলেও বিশ্বকাপে আশা করা হচ্ছে ফের একবার ব্যাটিং বান্ধব পরিস্থিতি দেখা যাবে। সেক্ষেত্রে ভারতীয় দলে কোনও পরিবর্তনের আশঙ্কা নেই। সূর্যকুমার যাদব নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে ব্যর্থ হলেও সেটা বিরাট কোহলির ভুলের কারণেই হয়েছিলেন। আজ তাকে আরও একটা সুযোগ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানের কোনও কিছুই ঠিক নেই, কোহলির থেকে এগিয়ে কি ভাবে! মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার

তবে আজ যদি ভারতীয় দল ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে ১০ বছরের খরা কাটবে। শেষবার আইসিসি ইভেন্টে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে হারাতে পেরেছিল ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। তারপর ২০১৯ ওডিআই বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দাপট দেখিয়ে জয় পেয়েছিল ভারতের বিরুদ্ধে। তবে আজ বিরাট কোহলিদের সামনে সুযোগ থাকছে সেই হারগুলির বদলা নেওয়ার

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর