তৈরি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশ, এই দুই অভিজ্ঞ তারকাকে দলে ফেরাবেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয়ের পর টেস্ট সিরিজে ফের একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ দুটি ম্যাচের হবে। আগামীকাল ৪ঠা মার্চ থেকে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। ম্যাচের ভেন্যু হচ্ছে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়াম। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ফলে জয়ের পর এই সিরিজেও দাপট দেখিয়ে জিততে চাইবে ভারত।

আরও একটা বড় কারণে ভারতও টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য রাখবে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান এইমুহূর্তে খুব একটা ভালো নয়। রোহিত শর্মা ভারতের নতুন টেস্ট অধিনায়ক নির্বাচিত হয়েছেন এবং সুস্থ অবস্থায় ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন। এই প্রতিবেদনে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতের প্লেয়িং একাদশ সম্পর্কে কথা বলবো।

India test team 1720x1000

 

রাহুল, পূজারা, রাহানের মতো তারকা না থাকায় অনেক তরুণ ক্রিকেটার এই সিরিজে সুযোগ পাবেন। আশা করা হচ্ছে রোহিত, শুভমান গিলের সাথে ওপেন করতে নামবেন এবং ৩ নম্বরে পূজারার জায়গায় নামবেন ময়ঙ্ক আগরওয়াল। এরপরে ৪-এ বিরাট বজায় থাকছেন এবং রাহানের জায়গায় পাঁচে খেলবেন শ্রেয়স আইয়ার। সেইসঙ্গে চোট কাটিয়ে দলে ফিরবেন জাদেজা এবং অশ্বিন। মোহালির উইকেট সাধারণত পেস সহায়ক হয়ে থাকে। তাই বুমরা এবং শামির সাথে সিরাজ-কে নিয়ে নামতে পারেন রোহিত। সেইসঙ্গে উইকেটকিপিং করবেন তারকা উইকেটরক্ষক রিশভ পন্থ।

প্রথম একাদশটি অনেকটা এইরকম হতে চলেছে:-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ময়ঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিশভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ,

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর