বলুন তো, কোন জিনিসটি ছেলেদেরকে জোর করে খাওয়ায় মেয়েরা? উত্তরটা জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে নানান ধরনের সাধারণ জ্ঞানের (General Knowledge) প্রশ্ন। বেশ মজার সঙ্গে সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে থাকি আমরা। যদিও এমন বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমরা অনেকেই জানিনা। বর্তমান সময়ে সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি চাকরি সর্বত্রই ইন্টারভিউ (Interview) নেওয়ার সময় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে।

যদি আপনিও কোন চাকরি খুঁজছেন তাহলে এই সমস্ত কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে আপনাকেও। যেহেতু এই সমস্ত ইন্টারভিউতে আকর্ষণীয় প্রশ্ন করা হয় তাই সেই উত্তরগুলো জানতে মরিয়া সাধারণ মানুষও। তাই ইন্টারভিউতে বসার আগেই জেনে নিন কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে।

জানেন কি কোন জিনিসটি বছরে মাত্র একবার কেনেন মেয়েরা ? 
বছরে মাত্র একবার রাখী কেনেন মেয়েরা।

বিশ্বের বৃহত্তম দেশগুলির মধ্যে ভারত কত নম্বরে জানেন ?
বিশ্বের বৃহত্তম দেশগুলির মধ্যে সপ্তম স্থানে রয়েছে ভারত।

জানেন কি বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির কোথায় আছে ?
বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির রয়েছে কম্বোডিয়ায়। এই মন্দিরটির নাম আঙ্করভাট মন্দির। বর্তমানে কম্বোডিয়া বৌদ্ধ প্রধান দেশ হলেও একটা সময় এটি ছিল হিন্দু রাষ্ট্র।

জানেন কি কোন দেশে প্রথম আবিষ্কার হয়েছিল কাগজ ? 
প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল চীন দেশে।

কোন কাজটি করার সময় ছেলেরা ক্লান্ত হয়ে গেলেও মেয়েরা বলেন আরও করতে ?
শপিং করতে ভীষণ ভালোবাসেন মেয়েরা। তাই এই কাজ করতে গিয়ে ছেলেরা ক্লান্ত হয়ে গেলেও মেয়েরা কখনোই ক্লান্ত হন না।

সবচেয়ে বেশি জল ব্যবহৃত হয় কোন রাজ্যে ? 
আমাদের দেশের মহারাষ্ট্রে সবচেয়ে বেশি জল ব্যবহৃত হয়।

এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি জানেন ?
মালদ্বীপ

কোন প্রাণী টানা ৬ দিন ধরে আটকে রাখতে পারে শ্বাস ?
কাঁকড়া বিছে।

কোন শহরের পুলিশের পোশাক সাদা রঙের ?
কলকাতার পুলিশ করেন সাদা ইউনিফর্ম।

মেয়েদের স্নান করার সময় কোন জিনিসটি ভেজেনা ?
ছায়া

ইংরেজরা না থাকলেও কোন ইংরেজি শব্দ সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা ?
হ্যালো

কোন পাখি রাতে দেখতে পায় ?
পেঁচা নিশাচর প্রাণী তাই এরা রাতের বেলা দেখতে পায়।

ছেলেরা খেতে না চাইলেও মেয়েরা জোর করে খাওয়ায় কোন জিনিসটি ?
ধোঁকা।

Avatar
additiya

সম্পর্কিত খবর