‘কার নির্দেশে মানুষ খুন, মুড়ির টিনে টাকা পাচার!” অনুব্রতকে নাম বলার পরামর্শ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : গরুপাচারকাণ্ডে বৃহস্পতিবার সকালেই সিবিআই (CBI) আটক করেছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। এবার এই বিষয়ে মুখ খুলেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। তিনি সরাসরি নিশানা সাধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতির কাছে শুভেন্দু অনুরোধ জানিয়ে বললেন, ‘যাদের নির্দেশে এই কাজ করেছেন, সেই নামগুলো দয়া করে বলে দিন।’

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘অনুব্রত মণ্ডল একজন মাফিয়া। একটা সময় যে হাটে মাগুর মাছ বিক্রি করত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে সে আজকে ১,০০০ কোটি টাকার মালিক। এতো মমতা বন্দোপাধ্যায়ের সৃষ্টি’।

অনুব্রতর কাছে শুভেন্দুর অনুরোধ করেন, ‘আমি আশা করব এই অনুব্রত মণ্ডলের মতো লোকেরা কাদের নির্দেশে গরু, কয়লা, বালি পাচার করেছে, বিরোধী দলের লোকেদের বিশেষ করে হিন্দুদের ওপরে পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘরছাড়া করা, অসংখ্য মানুষকে খুন করা, কার নির্দেশে কার ইন্ধনে হয়েছে? আশা করব, তিনি যার যার নির্দেশে এসব করেছেন, মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন এতদিন সেই নামগুলো দয়া করে বলে দিন’।

প্রসঙ্গত, বুধবার সিবিআইয়ের দশম হাজিরা এড়িয়ে ছিলেন অনুব্রত মণ্ডল। এরপর বৃহস্পতিবার সকালেই অনুব্রতর বাড়িতে পৌঁছয় সিবিআই -এর বিরাট বাহিনী। প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাঁর গোটা বাড়ি তল্লাশিও চালানো হয়।

এরপর তাঁকে নিয়ে দুর্গাপুরের দিকে রওনা দেয় সিবিআই-এর কনভয়। সিবিআইয়ের দাবি, গরুপাচারকাণ্ডে অনুব্রতর বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই চার্জশিটেও তাঁর নামের উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সিবিআইয়ের তদন্তে নানা রকম অসহযোগিতা করছেন তিনি। এমনকী বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দারা পৌঁছলে অনুব্রত তাঁদের বিভ্রান্ত করার চেষ্টাও করেন বলে জানা যাচ্ছে। এবার পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর রাজ্যবাসীর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর