চৈত্রতেই ৪০ এর কোঠা ছোঁবে তাপমাত্রা! প্যাচপ্যাচে গরমে নাকাল হবে মানুষ, আজকের আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : বৃষ্টি বেপাত্তা হতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এপ্রিলের প্রথম সপ্তাহেই আর্দ্রতার আধিক্যে অস্বস্তিকর গরমে কাহিল মানুষ। পশ্চিমী ঝঞ্ঝার বসন্তের বিদায়ের আগে এমন পরিস্থিতি হওয়ায় গ্রীষ্মকাল নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে আবহবিদদের মধ্যে। আগামী দিনগুলিতে গরমের দাপট আরও বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৮.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%

কলকাতার আবহাওয়া : কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ অংশিক ভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ১০ এপ্রিল পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ১১ থেকে ১৫ এপ্রিলের মধ্যে সেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

weather rain

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ এপ্রিল সোমবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : অপরদিক, দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা দিন পাঁচেকের মধ্যে আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে আগামী ১১ থেকে ১৫ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এবারের এই গরমের স্পেল স্থায়ী হতে চলেছে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।

আগামীকালের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী -আগামী দিনগুলিতে তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হবে। টানা বেশ কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। অর্থাৎ প্যাচেপ্যাচে গরমে নাকাল হতে হবে মানুষকে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর