অর্থের অভাবে বিকল কিডনি নিয়ে ভুগছিলেন এক যুবক, সাহায্যের হাত বাড়ালেন অধীর চৌধুরী

বাংলাহান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের সুতির আহিরণ গ্রামের এক যুবক দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। সুস্থ হয়ে যাওয়ার পরও যুবকের দরকার হয়ে পড়ে  অস্ত্রোপচারের। কিন্তু বাঁধসাজল টাকা। দিশেহারা হয়ে সাহায্যের জন্য যুবক ও তাঁর পরিবার ছুটে যায় বহরমপুরের সাংসদের কাছে। কিন্তু মিলল সুরাহা।  বিষয়টি জানতে পেরেই সহযোগিতার হাত বাড়ালেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম বিপ্লব সাহা। ২০১০ সালে প্রথম তাঁর কিডনির অসুখ ধরা পড়ে। বিকল হয়েছে তাঁর দুটো কিডনিই। ছেলেকে বাঁচাতে তাঁর  মা তাঁকে একটি কিডনি দান করেছিলেন। কয়েকবছর ভাল থাকলেও ২০১৯-আবারও অবস্থার অবনতি হয়। নষ্ট হয়ে যায় ওই কিডনিটিও। এরপর বহরমপুরের গীতারাম হাসপাতালে শুরু হয় ডায়ালিসিস। লকডাউনে আর্থিক অনটন এতটাই তীব্র হয়েছে যে ডায়ালিসিস করানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও তাঁর সুস্থ হতে প্রয়োজন অস্ত্রোপচারের। কিন্তু অর্থের দরকার। কী করবেন বুঝে উঠতে না পেরেই গোটা বিষয়টি জানিয়ে বহরমপুরের সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীর কাছে যান বিপ্লব।

adhir 1583240248

আশার আলো দেখল বিপ্লব সাহা। বিষয়টি জানার পরই অধীর চৌধুরীর নির্দেশে বৃহস্পতিবার বিপ্লববাবুর বাড়ি যান জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামান বাপ্পা, সুতি ১ নম্বর ব্লক সভাপতি তারিকুল ইসলাম ও মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা আশিষ তিওয়ারি। বিপ্লববাবুর কথা বলেন তাঁরা। জানান, ওই যুবককে সুস্থ করে তোলার সমস্ত দায়িত্ব নেবেন বলেই জানিয়েছেন বহরমপুরের সাংসদ। অধীররঞ্জন চৌধুরীর এই আন্তরিকতায় খুশি সাহা পরিবার।

সম্পর্কিত খবর