ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-র একাদশ প্রায় নিশ্চিত, বাদ পড়বেন এই ক্রিকেটাররা

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সিরিজের বিশ্ৰী হারের ধাক্কা ভুলে এগিয়ে যেতে চাইবে। দলে ফিরেছেন কিছুদিন আগে নির্বাচিত ভারতীয় দলের সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মা। ২০২৩ সালের বিশ্বকাপকে মাথায় রেখে দল তৈরি করেছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে খেলবেন না লোকেশ রাহুল। এমন পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কী হতে পারে ভারতীয় দলের প্রথম ওয়ান ডে-এর একাদশ।

নির্বাচকরা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে প্রথম নয়, দ্বিতীয় ওয়ান ডে থেকে লোকেশ রাহুলকে দলের সাথে পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে ওপেনিংয়ের দায়িত্ব পালন করতে দেখা যাবে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে। অনেকদিন পর এই জুটিকে মাঠে দেখতে পাচ্ছেন ভক্তরা। দুজনেই দারুণ ব্যাটিং করে ভারতীয় দলের হয়ে অনেক ম্যাচ জিতেছেন। তাদের ব্যাটিং দেখে বিপক্ষ বোলাররা চিন্তায় থাকেন। একই সঙ্গে তিন নম্বরে নামা নিশ্চিত বিরাট কোহলির। তার ব্যাট হাতে বড় ইনিংস দেখতে চান ভক্তরা।

rohit dhawan

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় মিডল অর্ডার ছিল চূড়ান্ত ফ্লপ। এমন পরিস্থিতিতে মিডল অর্ডারে শক্তিশালী ব্যাটসম্যানদের মাঠে নামাতে চাইবেন রোহিত। চার নম্বরে দুই প্রতিযোগী রয়েছেন। হয় সূর্যকুমার যাদব বা শ্রেয়স আইয়ার সুযোগ পেতে পারেন। তবে দক্ষিণ আফ্রিকা সফরে হতাশাজনক পারফরম্যান্সের পর শ্রেয়সের বাদ পড়া প্রায় নিশ্চিত। একই সাথে, উইকেট-রক্ষক ব্যাটসম্যান রিশভ পন্ত দক্ষিণ আফ্রিকায় চার নম্বরে ব্যাট করলেও এই সিরিজে তার জন্য পাঁচ নম্বর জায়গাই স্থির করা হয়েছে। ছয় নম্বরে সুযোগ পেতে পারেন অভিষেককারী দীপক হুডা। বহুদিন পর ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। এরপর নামবেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর। সেই সঙ্গে স্পিন জুটি হিসাবে মাঠে ফিরবে “কুল-চা” জুটি। শামি, বুমরা না থাকায় দীপক চাহার ও প্রসিদ্ধ কৃষ্ণার উপর দায়িত্ব থাকবে নতুন বল হাতে ভারতকে সাফল্য দেওয়ার।

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রিশভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর