দাম ৫০ হাজারেরও কম, এক চার্জে চলবে ১২০ কিমি! বাজারে এল দুর্দান্ত ইলেকট্রিক বাইক, চমকে দেবে এর ফিচার্স

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে সর্বত্রই বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। মূলত, জ্বালানির বিপুল দামের হাত থেকে রেহাই পেতে এবং পরিবেশ দূষণ হ্রাসের বিষয়টি মাথায় রেখেই এখন এই যানবাহনের প্রতি আকৃষ্ট হয়েছেন সকলে। এমতাবস্থায়, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে একের পর এক দুর্দান্ত বৈদ্যুতিক যান বাজারে আনছে সংস্থাগুলি। সেই রেশ বজায় রেখেই এবার একটি দুর্ধর্ষ ই-বাইকের প্রসঙ্গ সামনে এসেছে। যেটির নাম হল Motovolt Urban e-Bike। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ই-বাইকটি একবার সম্পূর্ণ চার্জ হলে, ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। মূলত, এটি হল একটি স্টাইলিশ ইলেকট্রিক টু হুইলার। যেটি শহরের মসৃণ রাস্তা থেকে শুরু করে খারাপ রাস্তা উভয় ক্ষেত্রেই দারুণ পারফরম্যান্স প্রদান করে।

দাম: জানিয়ে রাখি যে, Motovolt Urban e-Bike-টির প্রারম্ভিক মূল্য হল ৪৯,৯৯৯ টাকা। বর্তমানে বাজারে এই ই-বাইকের দু’টি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। পাশাপাশি, রয়েছে ৫ টি কালারের অপশনও। এই ই-বাইকে বড় টায়ারের পাশাপাশি আরামদায়ক সাসপেনশন উপলব্ধ রয়েছে। সামগ্রিকভাবে এটি হল একটি নিউ জেনারেশন বাইক।

সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা: Motovolt Urban e-Bike-এ রয়েছে একটি হেভি ব্যাটারি প্যাক। যা মাত্র ৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এই বৈদ্যুতিক বাইকটির সর্বোচ্চ গতি হল ঘন্টায় ২৫ কিমি। এটিতে একটি BLDC মোটর রয়েছে। যেটি হাই পাওয়ার জেনারেট করে। উল্লেখ্য যে, এই ই-বাইকে 36 V/20 Ah-এর ব্যাটারি প্যাক পাওয়া যায়।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেল নয়, রান্নার তেল দিয়েই ১০ বছর ধরে নিশ্চিন্তে গাড়ি চালাচ্ছেন যুবক, খরচ হচ্ছে মাত্র এত টাকা

স্মার্টফোন কানেক্টিভিটির মতো অ্যাডভান্স ফিচার্স: এই ই-বাইকের মোট ওজন হল মাত্র ৪০ কেজি। যার ফলে এটি নিয়ন্ত্রণ করা খুব সহজ। Motovolt Urban e-Bike-এ LCD ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। পাশাপাশি, স্মার্টফোন কানেক্টিভিটির মতো অ্যাডভান্স ফিচার্সও রয়েছে। এছাড়াও, এই ই-বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে ডুয়েল শক সাসপেনশন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লাগবে না পেট্রোল, ডিজেল! Tata Nano-কে সোলার কার বানিয়ে সবাইকে অবাক করলেন বাঁকুড়ার ব্যক্তি

২০ ইঞ্চির বড় চাকা: এই ই-বাইকের দু’টি টায়ারেই ডিস্ক ব্রেক রয়েছে। পাশাপাশি, রয়েছে ২০-ইঞ্চির বড় চাকা। যা এই ই-বাইকটিকে আরও আকর্ষণীয় দেখায়। উল্লেখ্য যে, Motovolt Urban মূলত, Bounce Infinity E1 এবং Hero Electric Optima CX-এর সাথে প্রতিযোগিতা করে।

The advanced features of this e-bike will surprise you

নেই ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন: জানিয়ে রাখি যে, Motovolt Urban e-Bike চালানোর ক্ষেত্রে আপনার কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। এছাড়া রেজিস্ট্রেশনও করতে হবে না। নিয়ম অনুসারে, ভারতে শুধুমাত্র ১৬ থেকে ১৮ বছর বয়সীরা একটি গিয়ারলেস ইলেকট্রিক টু হুইলার চালাতে পারে। এই ধরণের টু হুইলারের সর্বোচ্চ গতি থাকে ২৫ কিমি প্রতি ঘণ্টা। উল্লেখ্য যে, ভারতে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাঁরা ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর