এবছরেই অসম থেকে তুলে নেওয়া হবে বিতর্কিত ‘আফস্পা’! বিরাট ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

বাংলা হান্ট ডেস্ক : বড় সিদ্ধান্ত নিতে চলেছে অসম (Assam)। এবছরের মধ্যেই সে রাজ্য থেকে তুলে নেওয়া হতে পারে ‘আফস্পা’। আর কিছু দিনের মধ্যেই বিতর্কে মোড়া সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

সোমবার অসমের দেরগাঁও পুলিস প্রশিক্ষণ কেন্দ্রে কমান্ডান্টদের সম্মেলনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ফলে এবছরের মধ্যেই রাজ্য থেকে ‘আফস্পা’ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হতে পারে। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের পর সেই দায়িত্ব সামলাবে অসম পুলিস। কেন্দ্রীয় বাহিনীর জায়গা নেবে রাজ্য পুলিসের বাহিনী। তিনি বলেন, ‘নভেম্বরের মধ্যেই পুরো অসম থেকে ‘আফস্পা’ প্রত্যাহার করে নেওয়া হতে পারে। আমরা প্রাক্তন সেনা আধিকারিকদের দিয়ে আমাদের পুলিস বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করব।’

himanta

সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’ (AFSPA) তোলার দাবিতে মণিপুরে ইরম শর্মিলা চানু অনশন অনশন করেছিলেন। নাগাল্যান্ডেও এই আইন নিয়ে তীব্র বিরোধিতা শুরু হয়। উত্তর-পূর্ব ভারতের জন্য আফস্পা মারাত্মক স্পর্শকাতর একটি বিষয়।

প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু-র সময় উত্তর-পূর্ব ভারতের এই অঞ্চলের জন‌্য ‘আফস্পা’ (১৯৫৮) আইন তৈরি হয়। মাঝেমধ্যেই এই প্রসঙ্গে সংসদে বাদানুবাদ হয়। বিশিষ্ট স্বতন্ত্রবাদী নেতা ও তৎকালীন সাংসদ মিনু মাসানি সেই বিতর্কে অংশ নিয়ে নেহরুকে বলেন, ‘গেরিলা বাহিনী শুধুমাত্র অনুকূল রাজনৈতিক আবহাওয়ায় কাজ করতে পারে। যতক্ষণ গ্রামের লোকেরা খাদ্য সরবরাহ করে এবং গেরিলাদের আশ্রয় দেয়, ততক্ষণ তাদের সঙ্গে লড়াই করা অত্যন্ত কঠিন।’

তিনি আরও বলেন, ‘তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে, গ্রামের সাধারণ মানুষ, যারা এদিক-ওদিক নয়, তাদের মন জয় করা। জোর করে জাতিসত্তা চাপিয়ে দেওয়া যাবে না। আপনাকে তাদের হৃদয় ও মন জয় করতে হবে এবং নাগাল্যান্ডে যাঁরা আমাদের পক্ষে দাঁড়াচ্ছেন, তাঁরা আজ এটিই করছেন।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর