ঋণে ডুবেছিলেন এই অটোওয়ালা, রাতারাতি বদলে গেল ভাগ্য! হলেন ১২ কোটি টাকার মালিক

বাংলাহান্ট ডেস্কঃ ধনী হওয়ার ইচ্ছা প্রতিটি মানুষের মনেই থাকে। যে মানুষটা গাছতলায় দিন কাটাতায়, সে যেমন ধনী হওয়ার স্বপ্ন দেখে, তেমনই কিন্তু টাকার গদিতে শুয়ে থাকা মানুষটাও আরও বড়লোক হওয়ার স্বপ্ন বোনে। এইভাবেই একদিন ধনী হওয়ার স্বপ্ন দেখেছিলেন কেরলের (kerala) এক অটো চালক।

ঋণের ভারে জর্জরিত জয়পালান পিআরও একজন ধনী মানুষ হওয়ার স্বপ্ন দেখতেন। সেইসঙ্গে ভাবতেন, একদিন অনেক টাকার মালিক হয়ে, নিজের সমস্ত ঋণ শোধ করে ফেলবেন। আর হলও তাই।

auto driver 22 09 2021 1 700x450 1

কথায় বলে, ‘উপরওয়ালা যব দেতা হ্যায়, ছপ্পর ছাড়কে দেতা হ্যায়’। অটো চালক জয়পালান পিআরের সঙ্গেও ঠিক তাইই হল। লটারির টিকিটের নম্বর দেখে তাঁর বেশ পছন্দ হয়েছিল। আর পছন্দ হতেই তিরুবোনাম বাম্পারের টিকিট কেটে নিয়েছিলেন জয়পালান।

অবাককর ঘটনা হল, এই কেরল সরকার পরিচালিত বাম্পার লটারি খেলায় ১২ কোটি জিতে যান এই অটোলাচক। যার ফলে রাতারাতি বদলে যায় তাঁর জীবনটা। ১২ কোটি টাকা জিতলেও, তিনি হাতে পাবেন প্রায় সাড়ে ৭ কোটি টাকা। দেনার দায়ে ডুবে থাকা জয়পালানের জীবনে যে এত বড় পরিবর্তন আসবে, তা নিজেও কখনও কল্পনা করতে পারেননি তিনি।

কেরলের এর্নাকুলামের বাসিন্দা জয়পালান জানিয়েছেন, ‘অনেক ঋণ রয়েছে, এমনকি দুটি দেওয়ানি মামলাও চলছে। এই অর্থ দিয়ে এই সমস্ত সামলে নেওয়ার পর বোনের সংসার এবং সন্তানদের পড়াশুনার পেছনে খরচ করব’।

তিনি আরও জানান, ‘ত্রিপুনিথুরার জনপ্রিয় মীনাক্ষী লাকি সেন্টারের অনেক নাম শুনে গত ১০ ই সেপ্টেম্বর ফেন্সি নাম্বারের ৩০০ টাকার টিকিট কাটি। আগেও অবশ্য ৫ হাজার টাকা পেয়েছিলাম লটারির টিকিট কেটে। এই সেন্টার থেকে আগেও অনেকে অনেক পুরস্কার পেয়েছে। রবিবার টিভিতে দেখার পর, সোমবার খবরের কাগজে নাম দেখে নিশ্চিত হই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর