ত্রিপুরায় ভাঙছে বিজেপির সরকার, তৃণমূল নেতার চাঞ্চল্যকর দাবিতে শোরগোল

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরা (tripura) জয়ের লক্ষ্যে দান বেঁধেছে তৃণমূল (tmc)। সেই মত প্রচার চালাচ্ছে জোর কদমে। তবে এরই মধ্যে এক বড়সড় দাবি করল তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’। ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি (bjp) সরকার এবং বিজেপি নেতারা যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে, এমন খবরই প্রকাশ করল ‘জাগো বাংলা’।

তৃণমূলের এই মুখপত্রে লেখা হয়েছে, বর্তমানে বিজেপিতে যে কজন বিধায়ক রয়েছেন, তাতে করে বিপ্লব দেবের সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর দিকেই পাল্লা ভারী। তবে বিধায়কদের দলত্যাগ করিয়ে নয়, নির্বাচনে হারিয়েই নতুন করে সরকার গঠন করার লক্ষ্যেই এগোচ্ছে তৃণমূল শিবির।

Attempted murder of a female BJP worker by gang-rape in khejuri

শীর্ষ নেতৃত্বরা ত্রিপুরায় পা রাখতেই তৃণমূলের দিকে মানুষের ঝোঁক বাড়ছে বলেই, মন করছে সবুজ শিবির। এক ঘাসফুল শিবিরের নেতার কথায়, ‘বর্তমান সময়ে ত্রিপুরায় বিজেপির অসংখ্য নেতা মন্ত্রীরা, তৃণমূলে আসার জন্য মুখিয়ে রয়েছেন’। তৃণমূলের দাবি, ত্রিপুরায় বিজেপির নেতৃত্বরা যোগাযোগও রাখছেন সবুজ শিবিরের সঙ্গে।

ধারণা করা হচ্ছে, এই সমস্ত খবর প্রকাশ্যে আসতেই স্নায়ুর চাপ বাড়তে পারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। তবে এরই মধ্যে আবার তৃণমূলের দাবী, দুই ধরনের বিজেপি বিধায়ক রয়েছেন ত্রিপুরায়। একদল রয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গেই এবং অন্যদল কিছুটা ক্ষিপ্ত হয়ে সঙ্গ ত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। সুদীপ রায় বর্মনদের মতো নেতৃত্বরা আগে থাকতেই বিপ্লব দেবের বিরুদ্ধে গিয়ে উলটো সুরে গান গাইছেন। আর তাঁর মত নেতৃত্বরা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলে, তাসের ঘরের মত ভেঙ্গে পড়বে বিজেপি শিবির।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর