বাংলায় নিজেদের আধিপত্য বিস্তারে এগোচ্ছে বিজেপি, মমতার গড়ে ভাগ বসাচ্ছে RSS

Bangla Hunt Desk: বাংলার (West bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) আসন্ন নির্বাচনের পূর্বে নিজের আসনটাকে আরও শক্ত করতে উদ্যত হয়েছেন। তেমনই অন্যান্য দলও চাইছে বাংলায় নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে। এই নির্বাচনকে পাখির চোখ করে দেখছে বিজেপিও।

জায়গা করছে RSS
একসময় লাল আবিরে ছেয়ে থাকা সুন্দরবনের আকাশে দেখা গিয়েছিল সবুজ বরণ। এবার সেই জায়গায় ভাগ বসাতে চলেছে গেরুয়া আবির। এই লকডাউনকে মোক্ষম অস্ত্র হিসাবে কাজে লাগিয়েই সুন্দরবনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে RSS (Rashtriya Swayamsevak Sangh)। তাঁদের টার্গেট হল পরিযায়ী শ্রমিক।

টার্গেট পরিযায়ী শ্রমিক
রাষ্ট্রীয় স্বয়ং সেবক দলে সদস্যরা অর্থাৎ টিম RSS, একাধিক প্রকল্প নিয়ে দক্ষিণ ২৪ পরগণায় প্রবেশ করেছে। এইসময় করোনার জেরে জারী হওয়া লকডাউনের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকরা। পূর্বের কর্মসংস্থান হারিয়ে বর্তমানে তাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে দিশেহারা তারা। এই অবস্থায় সমাজ সেবা ভারতী নামের সংগঠন, যারা নিজেদের RSS-এর অংশ বলে মনে দাবী করেছে, তাঁদের নির্বাচিত প্রকল্পে যোগ দিচ্ছে এই পরিযায়ী শ্রমিকরা।

কি কাজ করছে RSS?
১২০ টি গ্রামীণ পরিবারকে বেছে নিয়ে ২ বছরের এক একটি প্রকল্পের উপর কাজ করছে এই টিম। গ্রামের মানুষকে স্বয়ং সম্পূর্ণ, আত্মনির্ভর করতে এবং সর্বপোরি গ্রামের বিকাশ ঘটাতে এই কাজ করছে RSS। দুগ্ধজাত পণ্যের পাশাপাশি তারা মহিলাদের দিয়ে সেলাই, টিপ বানানো, ব্যাগ তৈরি, প্রকৃতি বান্ধব পণ্য তৈরি, পাপড়, আচার, ঘরের তৈরি মিষ্টি ইত্যাদির মাধ্যমে গ্রামের মানুষকে নিজেদের দিকে আকর্ষিত করছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর