ট্রাফিক পুলিশকে গালি গালাজ করছেন বিজেপি নেতা, ভিডিও ভাইরাল হতেই মামলা শুরু

Bangla Hunt Desk: একজন দায়িত্ব প্রাপ্ত কনস্টেবলকে প্রকাশ রাস্তায় গালিগালাজ করার অভিযোগ উঠল এক বিজেপি (Bharatiya Janata Party) নেতার বিরুদ্ধে। স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল (Video viral) হতেই, উত্তেজনা ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনায় নাম জড়িয়েছে উত্তর দিল্লীর প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা যোগেন্দ্র চান্ডোলিয়ার (Yogender Chandolia)।

ঘটনার সূত্রপাত, গত ৮ ই অক্টোবর এক ব্যক্তি শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের দরজাতেই স্কুটি রেখে মন্দিরে প্রবেশ করেছিলেন। সেই সময় রাস্তায় ট্রাফিক পুলিশ এসে ওই ব্যক্তির স্কুটি ক্রেনে করে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলেই, স্কুটির মালিক ট্রাফিক পুলিশকর্মীকে তাঁর স্কুটি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধও করেন।

bjp mp

সেই সময় সেখানে উপস্থিত হন বিজেপি নেতা যোগেন্দ্র চান্ডোলিয়া। তিনি ট্রাফিক পুলিশকর্মীকে স্কুটির সঙ্গে সঙ্গে রাস্তায় পার্ক করা সমস্ত গাড়িও নিয়ে যেতে বলেন। এক কথায় দুকথায় বচসা বেঁধে যায় ট্রাফিক পুলিশকর্মীর সঙ্গে। ঘটনার জেরে সাধারণ মানুষের ভিড় জমে যায় রাস্তায়।

এরপরই রাস্তায় থাকা সাধারণ মানুষ তাদের বচসার ভিডিও রেকর্ড করে, যা পরবর্তীতে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল ভিডিওতেই দেখা যায় বিজেপি নেতা যোগেন্দ্র চান্ডোলিয়া ট্রাফিক পুলিশকর্মীকে অকথ্য ভাষায় গালি গালাজ করছেন।

চান্ডোলিয়া অভিযোগ করেছেন, ট্রাফিক পুলিশ স্থানীয় গাড়িগুলোর থেকে ঘুষ নেয়। কিন্তু মন্দিরে আসা ভক্তদের মন্দিরের সামনে থেকেই গাড়ি তুলে নিয়ে যায়। ট্রাফিক পুলিশকর্মীকে এই বিষয়ে বাঁধা দিতে গেলে, তিনি কুকথা বলেন চান্ডোলিয়াকে।
জেলা প্রশাসক সঞ্জয় ভাটিয়া বলেছেন, ঘটনার ব্যাপারে মামলা দায়ের করে তদন্ত করা হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর