ময়দানে ক্রিকেট ফেরানোর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাইডলাইন জারি করলো সিএবি।

দেশজুড়ে দিনের পর দিন করোনা ভাইরাস বেড়েই চলেছে। এই করোনা ভাইরাস থেকে কবে মুক্তি পাওয়া যাবে সেটা কারোরই জানা নেই। প্রায় আড়াই মাস হয়ে গেল দেশজুড়ে সমস্ত খেলাধুলা বন্ধ রয়েছে। তবে এবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে সমস্ত ক্রীড়া সংগঠন গুলির কাছে নির্দেশ এসেছে। আর তারপরে বেঙ্গল ক্রিকেট বোর্ড তথা সিএবি একটি মেডিকেল টিম গঠন করে বৈঠক করেছেন। এই বৈঠকে সিএবি কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মেডিকেল অফিসার। ফের কিভাবে ময়দানে ক্রিকেট ফেরানো যায় সে ব্যাপারে তাদের সাথে পরামর্শ করা হয়েছে। বাংলা ক্রিকেট দলের অনুশীলন শুরু করার ব্যাপারে কয়েকটি পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

1) অনুশীলন শুরু করার পূর্বে পুরো স্টেডিয়ামটি ভালো করে স্যানিটাইজার করে জীবাণুমুক্ত করতে হবে।

2) যেকোনো আপদকালীন পরিস্থিতির জন্য একটা আলাদা আইসোলেশন রুম সর্বদা তৈরি রাখতে হবে।

3) অনুশীলন চলাকালীন কোন ক্রিকেটার, কোচ কিংবা সাপোটিং স্টাফ এর মধ্যে যদি করোনা ভাইরাস সংক্রান্ত কোন লক্ষ্মন চোখে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে স্থানান্তরিত করতে হবে।

106659808fa07888c713988b27b59fb7bcaa594a314e60bd05dc998b1df470204aaa11de9

4) কোন বোলার বল করার সময় বলে থুতু কিংবা লালা লাগাতে পারবেন না।

6) প্রত্যেক বোলারকে আলাদা আলাদা বল ব্যবহার করতে হবে অনুশীলনের সময়।

7) ক্রিকেটারদের চেঞ্জ করার জন্য আলাদা রুমের ব্যাবস্থা করা থাকবে না। প্রত্যেককে অনুশীলনের ড্রেস পড়েই মাঠে আসতে হবে এবং মাঠে প্রবেশ করার পর প্রত্যেক ক্রিকেটারের সমস্ত সরঞ্জাম ভালো করে স্যানিটাইজার করতে হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর