কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটা চক্রে যুক্ত আন্তর্জাতিক বুকিকে গ্রেফতার করলে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।

কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার জন্য ইতিমধ্যেই বেশ কয়েক জন ক্রিকেটার সহ বোলিং কোচ ধরা পড়েছে। আর এবার ম্যাচ গড়াপেটার দায়ে ধরা পড়ল আন্তর্জাতিক ক্রিকেট বুকি। কর্নাটকের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বেশ কয়েক দিন ধরে চেষ্টা চালিয়া অবশেষে গ্রেফতার করল আন্তর্জাতিক ক্রিকেট বুকি স্বয়মকে। তদন্তকারী অফিসার সন্দীপ পাটিল জানিয়েছেন বেশ কয়েক দিন ধরে পলাতক ছিল স্বয়ম অবশেষে রবিবার সকালে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ক্রাইম ব্রাঞ্চ।

ইতিমধ্যেই এই স্বয়মের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। পুলিশের ধারণা ছিল তিনি হয়তো গা ঢাকা দিয়ে ওয়েস্ট ইন্ডিজ পালিয়ে গিয়েছেন কিন্তু পালিয়ে যাওয়ার আগে দেশ থেকেই তাকে ধরে ফেলে পুলিশ।

22473936ddd5e47bd4c23f1a939712767f680241

কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার কথা দুই মাস আগে প্রকাশ্যে আসে। সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নেমে নিশান্ত সিংহ শেখওয়াত নামে এক ক্রিকেটার কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ 2018 সালের কেপিএলে ব্যাঙ্গালুরু ও বেলগাভি দলের মধ্যে হওয়া একটি ম্যাচে ফিক্সিংয়ের সাথে তিনি জড়িত ছিলেন। পুলিশের দাবি সেই ম্যাচে স্লো বোলিং করার জন্য 5 লক্ষ টাকা পেয়েছিলেন তিনি।

এছাড়াও ব্যাঙ্গালুরু ব্লাস্টারের বোলিং কোচ বিনু প্রসাদ, ব্যাটসম্যান বিশ্বনাথ এবং বেলগাভি প্যান্থার্স এর মালিককে গ্রেফতার করা হয়। এছাড়াও ম্যাচ ফিক্সিংয়ের জন্য চলতি মাসের গোড়াতেই আবরার কাজি এবং সি এম গৌতম কে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ। আর এবার আরও বড় সাফল্য পেল সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। এবার স্বয়ম নামে এক আন্তর্জাতিক ক্রিকেট বুকিকে গ্রেফতার করল ক্রাইম ব্রাঞ্চ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর