আকাশ পথকে শক্তিশালী করতে পাঁচ হাজার কোটি টাকার আকাশ ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার।

দেশের সরকারে যেদিন থেকে মোদি সরকার এসেছে সেদিন থেকেই তারা বিশেষ নজর দিয়েছে সেনাবাহিনীর উপর। সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলতে বেশ কয়েকটি বড় বড় সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার, এছাড়াও বেশ কয়েকটি আর্থিক প্রজেক্টর ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এবার আবার ভারতীয় বায়ুসেনা কে শক্তিশালী করার জন্য বড় ঘোষণা করা হলো ভারত সরকারের তরফে। ভারতীয় বায়ুসেনা কে আরো অনেক বেশী মজবুত এবং শত্রুর সঙ্গে যুদ্ধে উপযোগী করে তোলার জন্য এবার কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিল বেশ কয়েকটি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার জন্য আর এর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা।

বিশেষ সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সুরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রীকের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে রায়ুসেনা প্রধানকে। সে ব্যাপারে বায়ুসেনা প্রধান কে অভিহিত করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 6 স্কোয়াড্রন আকাশ মিসাইল কেনার অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এর ফলে 15 তে দেখালো ভারতীয় বায়ুসেনা আকাশ মিসাইল সংখ্যা।

IMG 20190906 110558

সূত্রে খবর, ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়ে গিয়েছে 2 টি স্কোয়াড্রন আকাশ মিসাইলের। গত বছর ক্ষেপণাস্ত্র গুলি পরীক্ষা করার সময় আকাশ প্রতিরক্ষার পাশাপাশি ছিল ইসরাইলের মিশাইলও। কিন্তু ইসরাইলের মিশাইল গুলি কে ছাপিয়ে গিয়েছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিশাইল। আর সেই কারণেই বিদেশী মিশাইল ছেড়ে আকাশের উপরেই ভরসা রাখতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। আর তাই কেন্দ্র সরকার ইতিমধ্যেই বাতিল করেছে আগে থেকে করা 17 হাজার কোটি টাকার দরপত্র।

উল্লেখ্য বালাকোট হামলার পরে ভারতীয় বায়ুসীমায় ঢুকে পড়েছিল পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কিন্তু সেই সময় তারা ভারতের কোনো ক্ষতি করতে পারে নি কারণ ভারতের বায়ুসীমায় ছিল রাশিয়ার এস-400 ট্রায়ামফ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর